নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার নেতানিয়াহু: মামদানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১:২৮, ১৯ নভেম্বর ২০২৫
জোহরান মামদানি ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: ফক্স নিউজ
নিউইয়র্ক সিটিতে প্রবেশ করলেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা উল্লেখ করে তিনি বলেন, ‘নিউইয়র্ক আন্তর্জাতিক আইনকে সম্মান করে, এবং আইসিসি’র পরোয়ানাকে সমুন্নত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক আলাপচারিতায় মামদানি স্পষ্টভাবে বলেন, নিউইয়র্ক এমন একটি শহর যে আন্তর্জাতিক আইনকে মর্যাদা দিতে চায় এবং বৈশ্বিক ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেয়। যদিও বর্তমান মার্কিন প্রশাসন আইসিসি’র বিপক্ষে অবস্থান নিয়েছে, তবু নিউইয়র্ক সিটির নিজস্ব আইনি কাঠামোর মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়নযোগ্য বলে তিনি মত দেন।
সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক যখন তাকে স্মরণ করিয়ে দেন যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, তখন মামদানি উত্তর দেন, ‘আমরা বিশ্বাস করি, আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখা উচিত, এবং আমাদের সামনে থাকা আইনগুলোর মাধ্যমেই তা আমরা কার্যকর করব। নতুন করে কোনো আইন প্রয়োগ করতে হবে না।’
এসময় সাংবাদিক জানতে চান, নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিচ কি এই সিদ্ধান্তে তার সঙ্গে একমত হবেন? জোহরান মামদানি জবাব দেন, ‘আমি যে আইনগুলি সামনে পেয়েছি, সেগুলোই প্রয়োগ করব—এর বেশি কিছু নয়।’
গত বছর গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এর আগে একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও।
সূত্র: ফক্স নিউজ
