সীমান্ত অতিক্রম করে ভারতের সম্ভাব্য হামলার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:২৩, ১৯ নভেম্বর ২০২৫
পাকিস্তান-ভারত সম্পর্ক আবারও উত্তেজনার কেন্দ্রে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি সতর্ক করে বলেছেন, ভারত সীমান্ত পেরিয়ে যে কোনো সময় হামলা চালাতে পারে, এবং দিল্লির সাম্প্রতিক সামরিক বক্তব্য ‘উপেক্ষা করার মতো নয়’।
মঙ্গলবার (১৮ নভেম্বর) পাক সংবাদমাধ্যম সামা টিভি-র ‘নাদিম মালিক লাইভ’ অনুষ্ঠানে তিনি বলেন, “ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য আমরা উপেক্ষা করতে পারি না। পরিস্থিতি বলে দিচ্ছে—ভারত সীমান্ত অতিক্রম করে হামলা চালাতে পারে।”
আসিফ অভিযোগ করেন, আফগানিস্তান সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা প্রবেশ করে, আর এই অনুপ্রবেশে ভারতের ‘পরোক্ষ ভূমিকা’ রয়েছে। তার দাবি, আফগানিস্তান বর্তমানে সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গে পরিণত হয়েছে।
তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীনসহ বিভিন্ন দেশ পাকিস্তানে সীমান্ত–অতিক্রমী হামলার অবসান চায়। কিন্তু ভারতের ভূমিকাই আঞ্চলিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে।
পাক প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য,“অনেকেই ভারতকে তার অতীত লজ্জাজনক অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেয়। পাকিস্তান ভারতের ওপর কোনোভাবেই ভরসা করতে পারে না।”
তার মতে, পাকিস্তান দুই দিক—আফগানিস্তান ও ভারত—দুই জায়গা থেকেই নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে ভারতও ‘যুদ্ধের ঝুঁকি এড়াতে চাইতে পারে’, তবুও হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না।
গাজা যুদ্ধ প্রসঙ্গে আসিফ বলেন, পাকিস্তানকে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হতে হবে এবং ন্যায়সংগত অবস্থান থেকে ফিলিস্তিন ইস্যুতে অবদান রাখতে হবে।
তিনি আরও স্পষ্ট করেন, পাকিস্তান আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে না—“দ্বি-রাষ্ট্র সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তান তার অবস্থান পরিবর্তন করবে না।”
