বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৫ অগ্রাহায়ণ ১৪৩২

টার্গেট কিলিং ও অগ্নি–সন্ত্রাসে অনিরাপদ মানুষের জীবন: রুহুল আমিন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২৪, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:২৫, ১৯ নভেম্বর ২০২৫

টার্গেট কিলিং ও অগ্নি–সন্ত্রাসে অনিরাপদ মানুষের জীবন: রুহুল আমিন  হাওলাদার

গুলশানে নিজ কার্যালয়ে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি: সমাজকাল

জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সারাদেশে সন্ত্রাস, হত্যা ও চাঁদাবাজির পাশাপাশি বেপরোয়া হারে বৃদ্ধি পেয়েছে টার্গেট কিলিং। এর শিকার হচ্ছেন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ। এর সঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে অগ্নি–সন্ত্রাস এবং পেট্রোল বোমাবাজি।

এসব ঘটনার কারণে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষের জীবন আজ মারাত্মকভাবে অনিরাপদ হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ তাদের স্বাভাবিক মৃত্যুরও নিশ্চয়তা পাচ্ছে না- বলেও মন্তব্য করেছেন জাপা মহাসচিব। 

বুধবার (১৯ নভেম্বর ) সকালে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

এসময় জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ডিএমপি’র তথ্য অনুযায়ী, শুধু রাজধানীতেই গত ১০ মাসে ১৫৮ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর বাইরে চট্টগ্রামের রাউজান, খুলনা সহ দেশের প্রায় সব জেলা–উপজেলায় নিয়মিতই হত্যাকাণ্ড ঘটছে। পাশাপাশি ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, সিলেটসহ বিভিন্ন স্থানে ককটেল হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাগুলো মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে।

রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি সবসময় সন্ত্রাস, অগ্নি–সন্ত্রাস, বোমাবাজি, মানুষ হত্যা ও সহিংসতার বিরুদ্ধে। সরকারের উচিত এই সমস্ত নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো–চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নুরুল ইসলাম ওমর, সম্পাদকমণ্ডলীর সদস্য জিয়া উর রহমান বিপুল, সৈয়দ সিরাজুল আরেফিন মাসুম এবং জামাল হোসেন।

সভায় বগুড়া থেকে নির্বাচিত দুই বারের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর আনুষ্ঠানিকভাবে পাটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এ সময় রুহুল আমিন হাওলাদার আরও বলেন, `পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে আর কাউকে ব্র্যাকেটবন্দি করতে দেব না। পল্লীবন্ধুপ্রেমী নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী জাতীয় পার্টি গড়ে তোলা হবে। জাতীয় পার্টিকে ছাড়া আগামীর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস রচনা সম্ভব নয়। যারা জাতীয় পার্টিকে রাজনীতি থেকে দূরে সরাতে চায়, সময়ের ব্যবধানে তারাই একদিন দেশীয় রাজনীতি থেকে মুছে যাবে। জাতীয় পার্টির রাজনীতি দেশের সাধারণ মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত—এই দলের শেকড় এই মাটির অনেক গভীরে।‘
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তা হলে ‘গুণগত পরিবর্তন’ আসবে : বিএনপি
গণভোট-সংসদ নির্বাচনে আলাদা বুথ চান জোনায়েদ সাকি
অগ্রণী ব্যাংকের ১৮৯ কোটি টাকা ঋণ জালিয়াতি মামলা ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাসুদ কারাগারে
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, ‘খুন করে ফেলছে’: ছাত্রীর খুদে বার্তার বিবরণ দিলেন সৈকত
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
পিয়াসের মুক্তির দাবিতে দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
বিএসটিআই’র সব সেবা মিলছে অনলাইনেও
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ১০, আহত কমপক্ষে ৪০
পাকিস্তানের আকাশসীমা বন্ধ, আর্থিক সংকটে এয়ার ইন্ডিয়া
শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত মুশফিক
আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস: দেশজুড়ে বিশেষ আয়োজন
বিএনপি নেতাদের পোস্টারে তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির
শিশু-নিরাপত্তায় জাপার ৫ দফা নির্বাচনী ইস্তেহার, জানালো ইউনিসেফকে
রানওয়েতে শিয়ালের আনাগোনা, শাহ আমানতে ২৬ মিনিট দেরিতে ছাড়ল ফ্লাইট
৯ আসনে লড়ছেন ইসলামী যুব আন্দোলনের শীর্ষ নেতারা
ডিবি হেফাজতে সাড়ে ১০ ঘন্টা সাংবাদিক সোহেল; নেপথ্যে উপদেষ্টা ও কেমন কাটলো গরাদে- জানালেন সব
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ মুক্তি পাচ্ছে
ট্রাম্প–সৌদি যুবরাজের ডিনারে রোনাল্ডো-ইলন মাস্ক; কী ছিল বিলাসী মেনুতে?
কেন ডিবিতে নেওয়া হয় সাংবাদিক সোহেলকে, জানাল ডিএমপি