বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৫ অগ্রাহায়ণ ১৪৩২

ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তা হলে ‘গুণগত পরিবর্তন’ আসবে : বিএনপি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:২৪, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:২৭, ১৯ নভেম্বর ২০২৫

ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তা হলে ‘গুণগত পরিবর্তন’ আসবে : বিএনপি 

ছবি: ফাইলফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে বিএনপি। দলটির দাবি, এতে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং বাংলাদেশের রাজনীতিতে ‘গুণগত পরিবর্তন’ আসবে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির চতুর্থ দিনের সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

ড. মঈন খান বলেন, ‘রাজনৈতিক দলের প্রার্থীদের একটাই করণীয়—নিয়মনীতি মেনে নির্বাচন করা। আচরণবিধি মানতেই হবে। আমরা সম্পূর্ণভাবে নিয়ম মানার পক্ষে। তফশিলের বাইরে যাওয়ার কোনো সুযোগ দেখি না। আমরা যেসব পরামর্শ দিয়েছি, তার সবকিছুর প্রতিফলন এখনো দেখিনি।’

তিনি আরও বলেন, ‘যতই অঙ্গীকারনামা নেওয়া হোক, নিজেদের সংশোধন না করলে কোনো লাভ নেই। শাস্তির বিধান স্পষ্ট নয়। নিয়ম যত জটিল হবে, লঙ্ঘন তত বাড়বে। তাই বিষয়গুলো যত সরল করা যায় তত ভালো।’

কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো নিয়ে তিনি বলেন, ‘আমরা দায়িত্বশীল আচরণ করব। বাকস্বাধীনতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, এর অপব্যবহার হবেই—এটা বাস্তবতা। তবে সম্ভাবনার দুয়ারও খুলে গেছে। আশা করি কমিশনসহ সবাই দায়িত্বশীল থাকবে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ইসির ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের লোকবল যত আছে, তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা—সকলেই যদি কমিশনের নিজস্ব কর্মকর্তা হন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।’

তিনি আরও বলেন, ‘সমমনা দলগুলো দেড় দশক ধরে একটি লক্ষ্য নিয়ে কাজ করছি—সুষ্ঠু নির্বাচন। ইসি শক্ত অবস্থানে থাকুক। সংবিধান আপনাদের ক্ষমতা দিয়েছে; নতজানু হওয়ার কোনো প্রয়োজন নেই। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না—এ বিষয়ে কঠোর থাকুন।’

সংলাপে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’উদ্বোধনী শো ২৭ নভেম্বর
রোজ গার্ডেন কেনায় ‘৩৩২ কোটি টাকা ক্ষতি: অভিযোগ অনুসন্ধানে দুদক
অবৈধভাবে ও অবৈধ ফোন আনা বন্ধ করা হবে: ফয়েজ তৈয়বের কঠোর বার্তা
জোবাইরুল আরিফের নেতৃত্বে চান্দগাঁও-বোয়ালখালীতে পথযাত্রা
একমঞ্চে মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী, দেখালেন রিভিউ চিহ্ন
বিয়ে গোপন করায় তরুণী ও কাজীর কারাদণ্ড
ইন্ডাস্ট্রিতে আমার কমফোর্ট জোন আবীর— জয়ার অকপট স্বীকারোক্তি
আসুন সবাই মিলে মিশে কাজ করি: জয়নুল আবদিন
দেশের চোরতন্ত্র ভাঙতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য
কপ৩০-এ ন্যায়ভিত্তিক জলবায়ু উদ্যোগের আহ্বান বাংলাদেশের
দিল্লিতে দোভাল-খলিল বৈঠক: স্পর্শকাতর ইস্যুতে আলোচনায় ঢাকা–দিল্লি সম্পর্ক
শোয়েব বশিরসহ ইংল্যান্ডের ১২ জনের স্কোয়াড ঘোষণা
মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণ: চার ট্রাকচালক আটক
আরও দশ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
নওগাঁয় এনজিওর ‘৬০০ কোটি টাকা আত্মসাৎ, পরিচালক ঢাকায় গ্রেপ্তার
জাতিসংঘের ‘জুলাই গণঅভ্যুত্থান’ প্রতিবেদনকে ‘ঐতিহাসিক’ ঘোষণা দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তা হলে ‘গুণগত পরিবর্তন’ আসবে : বিএনপি
গণভোট-সংসদ নির্বাচনে আলাদা বুথ চান জোনায়েদ সাকি
অগ্রণী ব্যাংকের ১৮৯ কোটি টাকা ঋণ জালিয়াতি মামলা ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাসুদ কারাগারে
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, ‘খুন করে ফেলছে’: ছাত্রীর খুদে বার্তার বিবরণ দিলেন সৈকত