মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণ: চার ট্রাকচালক আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৯:২৬, ১৯ নভেম্বর ২০২৫
চারজন ট্রাকচালককে আটক করেছে পুলিশ। ছবি: সমাজকাল
বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ২০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারী সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত চারজন ট্রাকচালককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা তাদের ধরে থানায় সোপর্দ করেন।
পুলিশ জানায়, বুধবার ভোরে বাংলাবান্ধা স্থলবন্দরের প্রথম গেইটের পাশে ঘটনাটি ঘটে। রাত আনুমানিক ১২টার দিকে ওই নারীকে জোরপূর্বক ধরে নিয়ে যায় চার ট্রাকচালক। পরে গভীর রাতে তারা ওই নারীকে পর্যায়ক্রমে ধর্ষণ করতে থাকলে বন্দরের নিরাপত্তা প্রহরীরা বিষয়টি টের পায়। রাত ৩টার দিকে নিরাপত্তা প্রহরীরা তাদের আটক করে।
পরে আটককৃতদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. হাসান (১৮), মানিকচর, বগুড়া সদর,
রাজিব (২০), নামুজা গ্রাম, বগুড়া সদর
হানিফ (২০), হরিপুর, শিবগঞ্জ, বগুড়া
সোহেল, চান্দিনা দক্ষিণপাড়া, বগুড়া
ধর্ষিতার কোনো ওয়ারিশ না থাকায় স্থানীয় গ্রাম পুলিশ হাবিবুল্লাহ বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া জানান, “মানসিক ভারসাম্যহীন নারীকে সঙ্ঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।”
