কাল থেকে সিপিবির মনোনয়ন ফরম বিতরণ, মূল্য দুই হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:১৫, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:২৪, ১৯ নভেম্বর ২০২৫
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) / ফাইল ছবি
আগামীকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী বাম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনয়ন প্রত্যাশীদের জন্য আবেদন ফরম বিতরণ শুরু করবে।
মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। প্রতি আসনের জন্য আবেদন ফরমের মূল্য রাখা হয়েছে দুই হাজার টাকা।
ঢাকায় আবেদন ফরম বিতরণ ও জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবন, পল্টন-এ নির্বাচনী দপ্তর খোলা হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
সিপিবি ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র ডানপন্থা প্রতিরোধে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
