বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৫ অগ্রাহায়ণ ১৪৩২

ডিআরইউ মিডিয়া ক্রিকেটের প্রথম দিনে ১২ ম্যাচ

খেলা ডেস্ক

প্রকাশ: ১৯:১৫, ১৯ নভেম্বর ২০২৫

ডিআরইউ মিডিয়া ক্রিকেটের প্রথম দিনে ১২ ম্যাচ

ডিআরইউ মিডিয়া ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে শুরু হয়েছে ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫’। ছয়জন করে খেলোয়াড়কে নিয়ে টি-টোয়েন্টি ফরমেটের এবারের আসরে অংশ নিচ্ছে ৪৮টি মিডিয়া হাউস। 

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন এক সময়কার তারকা গোলরক্ষক এবং বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক। 

আমিনুল হক বলেন, ‘ডিআরইউ প্রতি বছর নানা খেলাধুলার আয়োজন করে থাকে। আগামীতে ডিআরইউয়ের খেলাধুলাকে আন্ত:পর্যায়ে সুযোগ করে দেয়ার ব্যবস্থা করতে চাই’। সব সময় ডিআরইউ’র পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। 

ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সংগঠনের ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া ও সুমন চৌধুরী এবং সাবেক সভাপতি মুরসালিন নোমানী ও সৈয়দ শুকুর আলী শুভ। 

টুর্নামেন্টের প্রথম দিনে মোট ১২টি ম্যাচ হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় কালের কণ্ঠ এবং যমুনা টিভি। প্রথমে ব্যাট করে ৭৮ রান তোলে যমুনা টিভি। জয়ের লক্ষ্যে খেলতে নেমে চার উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় কালের কণ্ঠ। এক উইকেটে জয় পাওয়া কালের কণ্ঠের রাহেনুর ইসলাম ম্যাচসেরার পুরস্কার জেতেন। দ্বিতীয় ম্যাচে নয়া দিগন্তের প্রতিপক্ষ ছিল যায় যায় দিন। প্রথমে ব্যাট করে ৩৮ রান তোলেন যায় যায় দিনের ব্যাটাররা। জবাবে এক উইকেট হারিয়েই জয় তুলে নেয় নয়া দিগন্ত। জয়ী দলের রোহান ম্যাচসেরা হন। তৃতীয় ম্যাচে চ্যানেল ওয়ানের প্রতিপক্ষ ছিল বাংলানিউজ ২৪। শুরুতে ব্যাট করে ১০৬ রানে বড় সংগ্রহ গড়ে চ্যানেল ওয়ান। জবাবে ৪১ রানের বেশি করতে পারেনি বাংলানিউজ। ৬৫ রানের বিশাল জয় পায় চ্যানেল ওয়ান। ম্যাচসেরা হন জয়ী দলের সাফি।

চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় বিটিভি ও সংবাদ প্রতিদিন। প্রথমে ব্যাট করে ১১২ রানে বড় পুজি পায় বিটিভি। জবাবে ব্যাট করতে নেমে ৫৭ রানের বেশি তুলতে পারেনি সংবাদ প্রতিদিন। এতে ৫৫ রানের জয় পায় বিটিভি। ম্যাচসেরা হয় জয়ী দলের মাহবুবুর রহমান। পঞ্চম ম্যাচে কালবেলার প্রতিপক্ষ ছিল ঢাকা মেইল। প্রথমে ব্যাট করে ১০৩ রান তোলে ঢাকা মেইল। জবাব দিতে নেমে এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় কালবেলা। ম্যাচসেরা হন জয়ী দলের হারুন। ছয় নম্বর খেলায় বাংলাভিশনের প্রতিপক্ষ ছিল মানবজমিন। শুরুতে ব্যাটিং করে ১৩১ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাভিশন। জবাব দিতে নেমে মাত্র ১৮ রানে গুটিয়ে যায় মানবজমিন। ১১৩ রানে বিশাল জয় তুলে নেয় বাংলাভিশন। ম্যাচসেরা হন দলটির ওপেনার মিজান সবুজ। 

সপ্তম ম্যাচে দেশ রূপান্তর জয়লাভ করে। অষ্টম ম্যাচে বৈশাখী টিভি ও অবজারভারের মধ্যে লড়াই হয়। প্রথমে ব্যাট করে ৬৫ রান তোলে বৈশাখী টিভি। জবাবে এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অবজারভার। ম্যাচসেরা হন জয়ী দলের ওয়ালিদ। নবম ম্যাচে মাঠে নামে ফিনান্সিয়াল এক্সপ্রেস ও স্টার নিউজ। প্রথমে ব্যাট করে ৭৮ রান তোলে ফিনান্সিয়াল এক্সপ্রেস। জবাবে দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্টার নিউজ। ম্যাচসেরা হন জয়ী দলের মুনির। 

দশম ম্যাচে একুশে টিভির প্রতিপক্ষ ছিল যুগান্তর। প্রথমে ব্যাট করে ৭০ রান সংগ্রহ করে একুশে টিভি। জবাবে দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় যুগান্তর। ম্যাচসেরা হন জয়ী দলের সাদ্দাম। ১১তম ম্যাচে মুখোমুখি হয় সময়ের আলো ও আমাদের সময়। প্রথমে ব্যাট করে ৬২ রানের সংগ্রহ পায় সময়ের আলো। জবাব দিতে নেমে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আমাদের সময়। ম্যাচসেরা হন জয়ী দলের শাহজাহান। দিনের শেষ ম্যাচে মাঠে নামে প্রতিদিনের বাংলাদেশ এবং ডেইলি সান। প্রথমে ব্যাট করে ৮৪ রান তোলে প্রতিদিনের বাংলাদেশের ব্যাটাররা। জবাবে ৮৩ রানে থামে ডেইলি সানের ইনিংস। ১ রানের জয় পায় প্রতিদিনের বাংলাদেশ। ম্যাচসেরা হন জয়ী দলের শামীম আহমেদ।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার নেতানিয়াহু: মামদানি
অ্যাভেঞ্জার্স দলে স্যাডি সিঙ্ক!
গাজীপুরে আগুন, পুড়লো কলোনির ৮০ কক্ষ
পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক
নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’উদ্বোধনী শো ২৭ নভেম্বর
রোজ গার্ডেন কেনায় ‘৩৩২ কোটি টাকা ক্ষতি: অভিযোগ অনুসন্ধানে দুদক
অবৈধভাবে ও অবৈধ ফোন আনা বন্ধ করা হবে: ফয়েজ তৈয়বের কঠোর বার্তা
জোবাইরুল আরিফের নেতৃত্বে চান্দগাঁও-বোয়ালখালীতে পথযাত্রা
একমঞ্চে মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী, দেখালেন রিভিউ চিহ্ন
বিয়ে গোপন করায় তরুণী ও কাজীর কারাদণ্ড
ইন্ডাস্ট্রিতে আমার কমফোর্ট জোন আবীর— জয়ার অকপট স্বীকারোক্তি
আসুন সবাই মিলে মিশে কাজ করি: জয়নুল আবদিন
দেশের চোরতন্ত্র ভাঙতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য
কপ৩০-এ ন্যায়ভিত্তিক জলবায়ু উদ্যোগের আহ্বান বাংলাদেশের
দিল্লিতে দোভাল-খলিল বৈঠক: স্পর্শকাতর ইস্যুতে আলোচনায় ঢাকা–দিল্লি সম্পর্ক
শোয়েব বশিরসহ ইংল্যান্ডের ১২ জনের স্কোয়াড ঘোষণা
মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণ: চার ট্রাকচালক আটক
আরও দশ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
নওগাঁয় এনজিওর ‘৬০০ কোটি টাকা আত্মসাৎ, পরিচালক ঢাকায় গ্রেপ্তার
জাতিসংঘের ‘জুলাই গণঅভ্যুত্থান’ প্রতিবেদনকে ‘ঐতিহাসিক’ ঘোষণা দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ