রোহিতকে সরিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে মিচেল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:৩২, ১৯ নভেম্বর ২০২৫
আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে নতুন শীর্ষ ব্যাটার হয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ছবি: সংগৃহীত
আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে বড় পরিবর্তন এসেছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে নতুন শীর্ষ ব্যাটার হয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ১৯৭৯ সালে গ্লেন টার্নারের পর প্রথম কোনো কিউই ব্যাটার হিসেবে ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বরে ওঠার কীর্তি গড়লেন তিনি।
মার্টিন ক্রো, কেন উইলিয়ামসন, রস টেলর—কেউই পারেননি যেখানে পৌঁছাতে, সেখানে পৌঁছে গেলেন মিচেল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সপ্তম ওয়ানডে সেঞ্চুরি তাঁর রেটিং পয়েন্টকে শীর্ষে তুলেছে। তবে দুর্ভাগ্যজনকভাবে শতকের ম্যাচেই চোট পেয়ে তিনি বাকি সিরিজ থেকে ছিটকে গেছেন।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা প্রথমবারের মতো আইসিসি টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন। কলকাতার চ্যালেঞ্জিং উইকেটে তাঁর অর্ধশতক দলের ১৫ বছরের অপেক্ষা ভেঙে ভারত মাটিতে ঐতিহাসিক জয় এনে দেয়।
ইংল্যান্ডের জো রুট এখনও টেস্ট ব্যাটিংয়ের শীর্ষে, তার ঠিক পেছনে আছেন সতীর্থ হ্যারি ব্রুক। ভারতের শুভমান গিল ইনজুরিতে থাকলেও ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে টপ–১০–এর ঠিক বাইরে অবস্থান করছেন।
ইডেন গার্ডেন্সে ৬ উইকেট নেওয়ার সুবাদে ভারতের জসপ্রিত বুমরাহ টেস্ট বোলিং র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন। তাঁর ঠিক নিচে আছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও পাকিস্তানের নোমান আলি।
মার্কো জানসেন দুর্দান্ত পারফরম্যান্সের পর অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন।
পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ শ্রীলংকার বিপক্ষে ৩–০ সিরিজ জয়ের নায়ক হয়ে ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন নম্বর ৯-এ।
ওয়ানডে বোলিং র্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন আফগান স্পিনার রশিদ খান। তাঁর পরে জোফরা আর্চার ও কেশব মহারাজ।
টি–টোয়েন্টিতেও বড় পরিবর্তন এসেছে—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি উঠে এসেছেন বোলিং র্যাংকিংয়ের নম্বর ২-এ। শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী।
