তিউনিসিয়ার কাছে থমকে ব্রাজিল: এস্তেভাওয়ের গোলেও ড্র,
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৪১, ১৯ নভেম্বর ২০২৫
তিউনিসিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও হতাশ জনমত তৈরি করল ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল বুধবার ফরাসি শহর লিলে ১–১ গোলে ড্র করেছে। ম্যাচে ১৮ বছর বয়সী দুর্দান্ত ফর্মে থাকা এস্তেভাও পেনাল্টি থেকে গোল করলেও, বদলি নেমে লুকাস পাকেতা আরেকটি পেনাল্টি ক্রসবারের ওপর মেরে ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ নষ্ট করেন।
২০২৬ বিশ্বকাপের আগে দক্ষিণ আমেরিকার জায়ান্টদের প্রস্তুতি মোটেই সন্তোষজনক নয়। বাছাইপর্বে মাত্র পঞ্চম স্থান নিয়ে টুর্নামেন্টে উঠা ব্রাজিল গত মাসেই জাপানের কাছে ৩–২ গোলে হারায় কঠোর সমালোচনার মুখে পড়ে। সেই শঙ্কাই যেন আরও ঘনীভূত হলো লিলের এই ড্র-তে।
তবুও ব্রাজিল কোচ আনচেলত্তি আশাবাদী। ম্যাচ শেষে তিনি বলেন, “বিশ্বকাপে সেরা ফর্মে পৌঁছানোর সঠিক পথেই আমরা রয়েছি। সেনেগালের বিপক্ষে আমরা দারুণ খেলেছিলাম। আর আজ তিউনিসিয়া ডিফেন্সিভ খেলায় আমাদের জন্য জায়গা তৈরি করা কঠিন করে দেয়।”
ম্যাচের শুরু থেকেই ব্রাজিল ছিল আক্রমণাত্মক লাইনআপে—মাতেউস কুনহা, ভিনিসিউস জুনিয়র, রোদ্রিগো গোজ এবং এস্তেভাওকে একসঙ্গে নামান কোচ। তবে গোলের দেখা মেলে উল্টো তিউনিসিয়ার। আলি আবদির চমৎকার পাস থেকে হেজেম মাস্তুরি ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে এগিয়ে দেন দলকে।
বিরতির ঠিক আগে ভিএআরের মাধ্যমে পাওয়া পেনাল্টি থেকে এস্তেভাও ব্রাজিলকে সমতায় ফেরান—এটি তার ক্যারিয়ারের পঞ্চম আন্তর্জাতিক গোল।
দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ালেও গোলের দেখা মেলেনি ব্রাজিলের। বরং ম্যাচের শেষ দিকে আরেকটি পেনাল্টির সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন পাকেতা। তার শট ক্রসবারের ওপরে উঠে গেলে হতাশা বাড়ে সেলেসাও শিবিরে। ৮৯তম মিনিটে এস্তেভাওকে ফাউল করা হয়েছে বলে ব্রাজিলের তৃতীয় পেনাল্টি দাবি খারিজ করে দেন রেফারি; ভিএআরও সিদ্ধান্ত বহাল রাখে।
ফলে ম্যাচ শেষ হয় ১–১ ড্র নিয়ে—আর বিশ্বকাপের আগে ব্রাজিলের ‘প্রস্তুতির সংকট’ আরও দীর্ঘ হলো।
