ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনল নিরাপত্তা বাহিনী
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৩:৪৮, ১৯ নভেম্বর ২০২৫
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কোচে আগুন। ছবি: সংগৃহীত
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কোচে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) ভোররাত প্রায় ৪টার দিকে স্টেশনের ওয়াশপিট এলাকায় এ ঘটনা ঘটে।
তবে অগ্নিসংযোগের পর আগুন ছড়িয়ে পড়ার আগেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের ধাওয়া খেয়ে দুর্বৃত্তরা স্টেশন এলাকা থেকে পালিয়ে যায়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, রাতে ওয়াশপিটে লোকাল ট্রেনের কয়েকটি কোচ রাখা ছিল। সেই সময় হঠাৎ একদল দুর্বৃত্ত গানপাউডার ও পেট্রল ছড়িয়ে কোচে আগুন ধরিয়ে দেয়।
তিনি বলেন, “আমাদের তিনজন সদস্য খুব দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। আগুন নিয়ন্ত্রণের পর তারা কোচের পাশে অবস্থান করা এক দুর্বৃত্তকে ধাওয়া করেন, কিন্তু অন্ধকারের সুযোগে সে পালিয়ে যায়।”
ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় স্টেশনের অন্যান্য স্থাপনা ও ট্রেনগুলো নিরাপদ কি না—তা যাচাই করতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
