বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৫ অগ্রাহায়ণ ১৪৩২

টেকনাফে বিজিবির অভিযানে নারী–শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

উখিয়া–টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১১:৫০, ১৯ নভেম্বর ২০২৫

টেকনাফে বিজিবির অভিযানে নারী–শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

ছবি সমাজকাল

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের উদ্দেশে জিম্মি করে রাখা নারী–শিশুসহ ৮ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই অভিযানে ৪ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন— টেকনাফের সাবরাং এলাকার আসমা (১৯), শাবনূর (২০), জহুরা (৪৩) ও সাহারা খাতুন (৬২)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)–র অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সোমবার রাতে সাবরাং পানছড়ি এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দার বসতবাড়িতে মানবপাচারকারীদের ঘাঁটির অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান দল। সেখান থেকে মানবপাচারের লক্ষ্যে বন্দি করে রাখা ৮ জন নারী–শিশুকে উদ্ধার করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য রাতের অন্ধকারে পালিয়ে যায়। তবে চারজনকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন,“সমন্বিত, দ্রুত ও কার্যকরী এই অভিযানে মানবপাচারকারীদের অশুভ উদ্দেশ্য বানচাল করা সম্ভব হয়েছে। ভুক্তভোগীদের আমরা একটি অনিশ্চিত ও জীবনসংহারি সমুদ্রযাত্রা থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করেছি।”

তিনি আরও জানান, উদ্ধার ভুক্তভোগীরা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের কার্ডধারী সদস্য। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত ভুক্তভোগীদের বয়ান, আটক আসামিদের জিজ্ঞাসাবাদ এবং বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রগুলোর তৎপরতা ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছে ২ বিজিবি।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ডিবি হেফাজতে সাড়ে ১০ ঘন্টা সাংবাদিক সোহেল; নেপথ্যে উপদেষ্টা ও কেমন কাটলো গরাদে- জানালেন সব
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ মুক্তি পাচ্ছে
ট্রাম্প–সৌদি যুবরাজের ডিনারে রোনাল্ডো-ইলন মাস্ক; কী ছিল বিলাসী মেনুতে?
কেন ডিবিতে নেওয়া হয় সাংবাদিক সোহেলকে, জানাল ডিএমপি
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ তিনজনের ৪ কোটি ৬৪ লাখ শেয়ার অবরুদ্ধ
জলবায়ু সুরক্ষায় পাথরঘাটায় নৌবহর : গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে জেলেদের কর্মসূচি
সাভারে ইটভাটা বন্ধে অভিযানের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনল নিরাপত্তা বাহিনী
জাপানে অগ্নিকাণ্ডে ১৭০ ভবন পুড়ে ছাই, নিখোঁজ ১
অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত, দাবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর
সাংবাদিকদের সাথে এনসিপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মতবিনিময়
৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বিশ্বকাপে
বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না
বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জি এম কাদেরের
নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রশ্ন জামায়াত প্রতিনিধির
সকল রাজনৈতিক দলকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান সিইসির
আজ পুরুষের দিন
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন অধ্যাপক আলী রীয়াজ
সড়কের পাশে সন্তানের জন্ম, নবজাতক রেখে উধাও মা