টেকনাফে বিজিবির অভিযানে নারী–শিশুসহ ৮ জিম্মি উদ্ধার
উখিয়া–টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১১:৫০, ১৯ নভেম্বর ২০২৫
ছবি সমাজকাল
কক্সবাজারের টেকনাফে মানবপাচারের উদ্দেশে জিম্মি করে রাখা নারী–শিশুসহ ৮ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই অভিযানে ৪ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন— টেকনাফের সাবরাং এলাকার আসমা (১৯), শাবনূর (২০), জহুরা (৪৩) ও সাহারা খাতুন (৬২)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)–র অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, সোমবার রাতে সাবরাং পানছড়ি এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দার বসতবাড়িতে মানবপাচারকারীদের ঘাঁটির অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান দল। সেখান থেকে মানবপাচারের লক্ষ্যে বন্দি করে রাখা ৮ জন নারী–শিশুকে উদ্ধার করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য রাতের অন্ধকারে পালিয়ে যায়। তবে চারজনকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন,“সমন্বিত, দ্রুত ও কার্যকরী এই অভিযানে মানবপাচারকারীদের অশুভ উদ্দেশ্য বানচাল করা সম্ভব হয়েছে। ভুক্তভোগীদের আমরা একটি অনিশ্চিত ও জীবনসংহারি সমুদ্রযাত্রা থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করেছি।”
তিনি আরও জানান, উদ্ধার ভুক্তভোগীরা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের কার্ডধারী সদস্য। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত ভুক্তভোগীদের বয়ান, আটক আসামিদের জিজ্ঞাসাবাদ এবং বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রগুলোর তৎপরতা ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছে ২ বিজিবি।
