গুয়াহাটি টেস্টে খেলবেন গিল? বিসিসিআই দিল বড় আপডেট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৪৯, ১৯ নভেম্বর ২০২৫
ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়ে ব্যাট করতে না পারার পর থেকেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—গুয়াহাটি টেস্টে কি দেখা যাবে ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ইতিমধ্যেই ০–১ পিছিয়ে ভারত। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় টেস্ট জিততেই হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গিলকে ঘিরে তৈরি হয়েছিল বড় অনিশ্চয়তা।
বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুভমানের চোট নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়। তারা জানায়—ইডেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে শুভমানকে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল।চিকিৎসার পর তিনি দ্রুত সাড়া দিয়েছেন।
১৯ নভেম্বর দলের সঙ্গেই তিনি গুয়াহাটি যাবেন।তবে খেলবেন কি না—তার সিদ্ধান্ত এখনই বলা যাচ্ছে না। বোর্ড বলেছে, চিকিৎসকের দল নিয়মিত শুভমানের ঘাড়ের অবস্থা পর্যবেক্ষণ করবে। তাদের পরামর্শের ভিত্তিতেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ, তিনি এখনও বাদ পড়েননি।
ইডেন টেস্টে র্যাঙ্ক টার্নারে মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ৯৩ রানে অলআউট হয়ে লজ্জাজনকভাবে হারে। এই পরাজয়ে সিরিজে পিছিয়ে পড়ে রোহিতবিহীন ভারত। এখন গুয়াহাটি টেস্ট জেতা ছাড়া পথ নেই। আর তাই শুভমান গিলকে পাওয়া বা না-পাওয়া—দুইই সিরিজের ভাগ্য গড়ে দিতে পারে।
২২ নভেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে নেতৃত্ব দেবেন কি না—সবকিছুই নির্ভর করছে গিলের চোট কত দ্রুত সারে তার ওপর।
