বিএনপি নেতাদের পোস্টারে তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:২৯, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৫৭, ১৯ নভেম্বর ২০২৫
বিএনপি নেতাদের পোস্টারে তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির। ছবি: সমাজকাল
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও পোস্টার ব্যবহার করছেন—এ অভিযোগ তুলে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় এ অভিযোগ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
জহিরুল ইসলাম মুসা বলেন, “বিএনপির প্রধান ম্যাডাম খালেদা জিয়া। তার ছবি ব্যবহার করলে আমাদের আপত্তি নেই। কিন্তু বিএনপির প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন—এটা বিধিমালার পরিপন্থী।”
তিনি আরও জানান, মনোনয়ন পাওয়ার পর কোনো প্রার্থী নিজের ছবি, দলীয় প্রতীক এবং দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি প্রচারসামগ্রীতে ব্যবহার করতে পারবে না—এমন বিধান তারা ইসিকে দেখিয়ে দিয়েছেন।
বিএনপি এ নিয়ম মানবে কি না, এবং ইসি এটি কতটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারে—সেটাই এখন দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
“এটা স্ট্রিক্টলি প্রয়োগ করতে পারলে ইসির সক্ষমতা প্রমাণিত হবে,”—বলেন জহিরুল ইসলাম মুসা।
তিনি আরও বলেন, যাদের বয়স নির্বাচনের আগে ১৮ পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আন্দোলনে জড়িত তরুণ-জেনজিদের ভোটাধিকার নিশ্চিত করতেও ইসিকে পদক্ষেপ নিতে হবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোট নির্বাচনের দিনই হওয়ার কথা, কিন্তু ইসি এখনো প্রস্তুত নয়।
তিনি বলেন, “গণভোট কীভাবে হবে—এ নিয়ে ইসির কোনো প্রস্তুতি দেখি না। দ্রুত গণভোটের প্রক্রিয়া শুরু করতে হবে।”
একই সঙ্গে তিনি জোটের হলেও নিজ নিজ প্রতীক ব্যবহারের ওপর জোর দেন।
তিনি বলেন, “স্ব স্ব জামা গায়ে দিতে হবে। অন্য দলের প্রতীক ধার করে ভোট করা যাবে না। জোটের প্রার্থী হলেও নিজের দলের প্রতীকে ভোট করতে হবে।”
সংলাপে অংশ নেওয়া এনসিপি নেতারা বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে নির্বাচন ও গণভোট—উভয় প্রক্রিয়াই আরও স্বচ্ছ ও গণতান্ত্রিক হবে।
