ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে মানবব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৭:২৪, ১৯ নভেম্বর ২০২৫
বিএনপি মনোনীত প্রার্থী বদলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আজ অনুষ্ঠিত মানববন্ধনের একাংশ। ছবি: সমাজকাল
বিএনপি মনোনীত প্রার্থী বদলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ৩ স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১৯ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর নাগাদ উপজেলা সদর, ফান্দাউক ও কুণ্ডা এলাকায় এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নানকে দল থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। মানববন্ধন থেকে প্রার্থী বদল করে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার জোরালো দাবি জানান। তাদের মতে, প্রার্থী পরিবর্তন না হলে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
স্থানীয় নেতারা অভিযোগ করে বলেন, ঘোষিত প্রার্থী নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান পূর্ববর্তী কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেননি, মাঠপর্যায়ে তার সমর্থন নেই। তিনি বিগত দিনে কয়েকবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন। ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরাজিত প্রার্থীকে সংসদ নির্বাচনের জন্য ধানের শীষে প্রার্থী হিসেবে ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
উপজেলা সদরে মানববন্ধনে অংশ নেওয়া রেজিয়া বেগম বলেন, ‘কামরুজ্জামান মামুন দলের জন্য নিবেদিত প্রাণ। তিনি সাধারণ মানুষের নেতা। বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে আমরা এক হয়েছি।’
ছোয়াব রেজা বলেন, ‘বিএনপির যোগ্য প্রার্থী মামুন ভাই। আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই। এজন্য দলের মনোনয়ন বদলের দাবি জানাচ্ছি।’
অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন বলেন, ‘যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ফেল করেছেন। যে কারণে এখানকার মানুষ প্রার্থী বদলের দাবি জানিয়ে প্রতিনিয়ত কর্মসূচি পালন করছে।’
তবে বিএনপির মনোনয়ন পাওয়া এম. এ. হান্নান বলেন, ‘তৃণমূল থেকে রাজনীতি করেও যে এমপি মনোনয়ন পাওয়া যায় সেটা বিএনপির হাইকমান্ড আবারও প্রমাণ করেছে। আশা করি প্রথমবারের মতো বিএনপিকে আসনটি উপহার দিতে পারবো। দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, ইনশাআল্লাহ।’
