ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ১০, আহত কমপক্ষে ৪০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:২৯, ১৯ নভেম্বর ২০২৫
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: সংগৃহীত
ইউক্রেনের জনবহুল পশ্চিমাঞ্চলীয় শহর তেরনোপিলে রাশিয়া রাতভর চালিয়েছে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এতে অন্তত ১০ জন নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপে এখনো আটকা পড়ে আছে আরও অনেকে—চলছে উদ্ধার অভিযান।
রয়টার্স জানায়, ব্যাপক আকারে করা এই হামলায় মূলত ইউক্রেনের পরিবহন, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্যবস্তু করে রুশ বাহিনী। মারাত্মক বিস্ফোরণের কারণে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তেরনোপিলের একাধিক আবাসিক ভবনের উপরের অংশ থেকে রাতভর আগুনের ফুলকি এবং কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
কিয়েভ সামরিক প্রশাসনের দাবি, রাশিয়া ৪৭০টির বেশি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে নিক্ষেপ করেছে। এই হামলার প্রভাবে আরজেসজো (Rzeszow) ও লুবলিন (Lublin) বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এতে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের আকাশ যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।
ইউক্রেনীয় দমকল, জরুরি সেবা এবং সামরিক ইউনিটগুলো একত্রে আগুন নিয়ন্ত্রণ ও নাগরিক উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের রাতভর ধারাবাহিক হামলা সাম্প্রতিক মাসগুলোতে খুবই বিরল এবং হামলার তীব্রতা ছিল নজিরবিহীন।
রাশিয়া এখনও হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে বিশ্লেষকদের মতে, শীতকাল শুরু হওয়ার আগেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে অকার্যকর করার লক্ষ্যেই এই আগ্রাসী উদ্যোগ।
