বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৫ অগ্রাহায়ণ ১৪৩২

পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১০:০৯, ১৯ নভেম্বর ২০২৫

পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে টানা ছয়দিন ধরে দিনের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বজায় রয়েছে। হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা শীতল বাতাসের কারণে শীতের আমেজ আরও বেড়েছে। কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বেশ শীত অনুভূত হচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

এর আগে, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি। চলতি শীত মৌসুমে ১১ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর থেকে শুক্রবার পর্যন্ত টানা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে।

সন্ধ্যা থেকে রাতভর এলাকায় হালকা কুয়াশা দেখা যায়, ফলে শীত আরও অনুভূত হয়। তবে ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শীত কমে যায়। দিনের রোদের কারণে তাপমাত্রা সকাল থেকে বিকেল পর্যন্ত ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

এমন তাপমাত্রার ওঠানামার কারণে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী কাশি, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা নিউমনিয়া, সর্দি-কাশি ও ডায়েরিয়ায় আক্রান্ত হচ্ছেন। রোগীর ভিড় বেশি হওয়ায় অনেকেই মেঝে বা বারান্দায় বসে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ জেলায় শীতের তীব্রতা সাধারণত বেশি। বুধবার সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। তিনি আরও বলেন, “কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জি এম কাদেরের
নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রশ্ন জামায়াত প্রতিনিধির
সকল রাজনৈতিক দলকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান সিইসির
আজ পুরুষের দিন
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন অধ্যাপক আলী রীয়াজ
সড়কের পাশে সন্তানের জন্ম, নবজাতক রেখে উধাও মা
‘ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করেছি’—জয়ের পর হামজা চৌধুরী
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাড়িতে নীরবতা
নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৩ দিনে ৩৩ বছরের চুক্তি, কী কারণ থাকতে পারে
২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের শোধ
সতর্কবার্তার ভিডিও দেওয়ার পরও খুন হলেন জহির
বন্দর ইজারার নিন্দা ও প্রতিবাদ বাসদের
নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে হারাল বাংলাদেশ
কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মওদুদ জীবিত থাকলে হাসিনার পতন দেখতে পেতেন, জানালেন ফখরুল
ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার
প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ