দাউদ ইব্রাহিমের ভাতিজার সঙ্গে নাম জড়ানোর অভিযোগে ক্ষুব্ধ নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৪৫, ১৯ নভেম্বর ২০২৫
বলিউডে আবারও আলোচনায় মাদকচক্রের অভিযোগ। সম্প্রতি মুম্বাই পুলিশের অ্যান্টি-নারকোটিকস সেলের তদন্তে উঠে এসেছে কয়েকজন তারকার নাম। সেই তালিকায় রয়েছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারের নামও—যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন।
অবশেষে বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন নোরা ফাতেহি। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানান, তাঁর নামে যেসব অভিযোগ ছড়ানো হচ্ছে—তা ‘মিথ্যা, বিভ্রান্তিকর এবং সম্পূর্ণ ভিত্তিহীন’।
স্ট্যাটাসে তিনি লেখেন, তার দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ত যে কোনো পার্টিতে উপস্থিত থাকার সুযোগই নেই।
নোরা বলেন—“আমি সারাক্ষণ ফ্লাইটে থাকি, কাজ ছাড়া ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই। অবসর পেলেই বাড়িতে থাকি, দুবাইয়ের সৈকতে সময় কাটাই অথবা স্কুলের পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করি।”
অভিনেত্রীর দাবি, তার জীবন শুধুই—“কাজ, চেষ্টা আর স্বপ্নপূরণের লড়াই।”
সুতরাং কোনো অপরিচিত ব্যক্তি বা অপরাধী চক্রের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার প্রশ্নই আসে না।
নোরা আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম ব্যবহার করে ক্লিকবেইট তৈরি করা হচ্ছে, যা তাঁর পেশাদার ও ব্যক্তিগত জীবনে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি কঠোর ভাষায় সতর্ক করে বলেন—
“যেসব ঘটনায় আমার কোনো সম্পর্ক নেই, সেখানে আমার নাম বা ছবি জড়াবেন না। এর জন্য বড় মূল্য দিতে হবে।”
সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে—
মাদককারবারি মোহাম্মদ সলিম মোহাম্মদ সুহেল মুম্বাইয়ে যে রেভ পার্টির আয়োজন করেছিলেন, সেখানে নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুরসহ বলিউডের কয়েকজন তারকা নাকি উপস্থিত ছিলেন। একই সঙ্গে দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারও সেখানে ছিলেন বলে গুঞ্জন ছড়ায়।
জানা গেছে, গত মাসে দুবাই থেকে ভারতে ফেরত পাঠানোর পর সুহেল বর্তমানে মুম্বাই পুলিশের এএনসি গাটকোপার ইউনিটের হেফাজতে আছেন। তাঁর জবানবন্দিতে উঠে আসা কয়েকটি নাম নিয়ে তদন্ত এগোচ্ছে, এবং ভবিষ্যতে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে—এমন কথাও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।
শেষে নোরা ফাতেহি তার ভক্ত ও সাধারণ মানুষকে অনুরোধ করেন—“গণমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না। কিছু হলেই তা বিশ্বাস করবেন না। আগেও আমাকে ভাঙার চেষ্টা করা হয়েছিল, পারেননি—এবারও পারবে না।”
