আসামে জুবিনের জন্মদিন, রাজ্যজুড়ে শোকমুখর স্মরণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৫৩, ১৯ নভেম্বর ২০২৫
“নিজেকে আসামের রাজা” বলতেন জুবিন। মাস দুয়েক আগে এই জনপ্রিয় গায়কের মৃত্যুতে রাজ্যজুড়ে নেমেছিল শোকের ছায়া। ১৮ নভেম্বর ছিল তার জন্মদিন, আর এদিন রাজ্যজুড়ে পালন করা হয়েছে জুবিনকে স্মরণ করে।
জুবিনের প্রিয় বন্ধু, সংগীত পরিচালক জীৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চিকিৎসক সমাজ—সকলে নানাভাবে শ্রদ্ধা জানাচ্ছে। তিনি বলেন, “শুধুই ভালো শিল্পী বলে নয়, মাটিতে পা রাখা মানুষ, পড়ুয়াদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং দরিদ্রদের সাহায্য করার জন্যও আজ রাজ্যবাসী ‘মানুষ’ জুবিনকে ভালোবাসছে।”
রাজ্যের রাস্তাঘাটে জুবিনের ছবি টাঙানো হয়েছে। পথচারীরা ফুল দিয়েছেন, মোমবাতি জ্বালিয়েছেন। সমাধিস্থলও ফুল ও মোমবাতিতে ভরে গেছে, ভক্তরা শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।
জীবদ্দশায় জুবিন ছিলেন দাতব্যকর্মী; অসহায় ও দুস্থদের সহায়তা করতেন। জন্মদিনে তার স্মরণে একদল মূক-বধির শিশুও তার বাড়ির সামনে জড়ো হয়েছে। তার স্ত্রী গরিমা গার্গ শইকীয়া ও মঞ্চ সাজিয়েছে নীল, সাদা ও সোনালি বেলুন দিয়ে, ফুলে ঢাকা জুবিনের ছবি।
জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “ওর জন্মদিনে আসামে এসে বুঝলাম, হৃদয়ের কতটা গভীরে জায়গা করে নিলে রাজ্য মাসের পর মাস শোকে ডুবে থাকে।”
