বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৫ অগ্রাহায়ণ ১৪৩২

দোভাল-খলিল বৈঠক

স্পর্শকাতর ইস্যুতে আলোচনায় ঢাকা–দিল্লি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৪৬, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:১১, ১৯ নভেম্বর ২০২৫

স্পর্শকাতর ইস্যুতে আলোচনায় ঢাকা–দিল্লি

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন দিল্লি সফররত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বুধবার অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের বৈঠককে দুই দেশের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। 

সন্ধ্যায় দিল্লিস্থ বাংলাদেশ মিশনের পাঠানো এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়বস্তু জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূলত কলম্বো সিকিউরিটি কনক্লেভ এই আঞ্চলিক নিরাপত্তা প্ল্যাটফর্মের নানা দিক, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতা কেন্দ্র করে দুই উপদেষ্টার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ সম্প্রতি CSC সংলাপে অংশগ্রহণ জোরদার করায় ভারতের সঙ্গে নিরাপত্তা বিষয়ক আলাপের গুরুত্ব আরও বেড়েছে বলে মিশন সূত্রে জানা যায়।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, ঢাকা–দিল্লি সম্পর্কের সংবেদনশীল ও স্পর্শকাতর ইস্যুগুলো, বিশেষ করে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সৃষ্ট টানাপড়েন, নানামুখী নিরাপত্তা উদ্বেগ এবং আস্থার ঘাটতি কাটানোর উপায় নিয়ে বৈঠকে ‘খোলামেলা ও ফলপ্রসূ’ আলোচনা হয়।

২০২৫ সালের জুলাইয়ের রক্তাক্ত অভ্যুত্থানের পর বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার কারণে ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন জটিলতায় পড়েছে। এই প্রেক্ষাপটে নতুন অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানের এই সফর নিয়ে দিল্লির কূটনৈতিক মহলেও আগ্রহ ছিল উল্লেখযোগ্য।

অজিত দোভালকে ঢাকায় আমন্ত্রণ

বৈঠকে ড. খলিল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তার সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। মিশন সূত্র জানায়, ঢাকায় দোভালের সম্ভাব্য সফর দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আরও সুসংহত করতে ভূমিকা রাখবে।

সিএসসির- ভবিষ্যৎ রূপরেখা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সমসাময়িক ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ যৌথভাবে কাজ করবে বলেও বৈঠকে ইঙ্গিত পাওয়া গেছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

১২০০ কোটি টাকার সাম্রাজ্যের পর ২ নতুন বাড়ি কিনলেন সাইফ
গণভোট আয়োজনের আগে প্রয়োজন আইন: সিইসি
শূকরের পর এবার সাংবাদিকদের বিপজ্জনক বললেন ট্রাম্প
ভারত সফরে ট্রাম্প জুনিয়র আসছেন
শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো ইইউ
দিল্লি বিস্ফোরণকে ঘিরে কাশ্মীরিদের প্রতি অবিশ্বাস
ম্যানেজার নিয়োগ দেবে সিটি ব্যাংক
নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার নেতানিয়াহু: মামদানি
অ্যাভেঞ্জার্স দলে স্যাডি সিঙ্ক!
গাজীপুরে আগুন, পুড়লো কলোনির ৮০ কক্ষ
পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক
নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’উদ্বোধনী শো ২৭ নভেম্বর
রোজ গার্ডেন কেনায় ‘৩৩২ কোটি টাকা ক্ষতি: অভিযোগ অনুসন্ধানে দুদক
অবৈধভাবে ও অবৈধ ফোন আনা বন্ধ করা হবে: ফয়েজ তৈয়বের কঠোর বার্তা
জোবাইরুল আরিফের নেতৃত্বে চান্দগাঁও-বোয়ালখালীতে পথযাত্রা
একমঞ্চে মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী, দেখালেন রিভিউ চিহ্ন
বিয়ে গোপন করায় তরুণী ও কাজীর কারাদণ্ড
ইন্ডাস্ট্রিতে আমার কমফোর্ট জোন আবীর— জয়ার অকপট স্বীকারোক্তি
আসুন সবাই মিলে মিশে কাজ করি: জয়নুল আবদিন
দেশের চোরতন্ত্র ভাঙতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য