অস্ট্রেলিয়ায় কারাগারে ভেজিমাইট খাওয়ার অধিকার ফেরত পেতে মামলা বন্দির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:০২, ১৯ নভেম্বর ২০২৫
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের এক আজীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দি ভেজিমাইট খাওয়ার ওপর নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছেন। অস্ট্রেলিয়ার জাতীয় পরিচয়ের প্রতীক হয়ে ওঠা এই লবণাক্ত ইস্ট-এক্সট্র্যাক্ট স্প্রেড ২০০৬ সাল থেকে ভিক্টোরিয়ার কারাগারে নিষিদ্ধ। কারণ হিসেবে কর্তৃপক্ষের দাবি—ভেজিমাইটের প্রবল গন্ধ ও ঘনত্ব ব্যবহার করে বন্দিরা মাদক গোপন করতে বা কারাগারে নিজেরা মদ প্রস্তুত করতে পারে।
কিন্তু ৫৪ বছর বয়সী বন্দি আন্দ্রে ম্যাককিনি, যিনি ১৯৯০-এর দশকে এক প্রপার্টি ডেভেলপারকে হত্যা করার দায়ে আজীবন সাজা ভোগ করছেন, যুক্তি তুলেছেন—ভেজিমাইট খাওয়া তার সাংস্কৃতিক অধিকার।
আদালতে জমা দেওয়া নথিতে তিনি বলেছেন, ভেজিমাইট নিষিদ্ধ করে তার “অস্ট্রেলিয়ান সংস্কৃতি উপভোগের অধিকার” কেড়ে নেওয়া হয়েছে।
ম্যাককিনি প্রথমে কুইন্সল্যান্ডে সাজা ভোগ করলেও পরবর্তীতে তাকে ভিক্টোরিয়ায় স্থানান্তর করা হয়, যেখানে ভেজিমাইট নিষিদ্ধ। তিনি চান—এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং কারা কর্তৃপক্ষ স্বীকার করুক যে তাকে যথাযথ ও পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয়নি।
মামলাটি আগামী বছর শুনানির জন্য নির্ধারিত হয়েছে।
ভেজিমাইট: অস্ট্রেলিয়ার পরিচয়, কিন্তু বিতর্কও কম নয়
১৯২৩ সালে মেলবোর্নে তৈরি হয় ভেজিমাইট। ব্রিটিশ মরমাইটের অস্ট্রেলিয়ান বিকল্প।
২০২২ সালে মেলবোর্ন শহর ঘোষণা করে—ভেজিমাইটের গন্ধও শহরের সাংস্কৃতিক ঐতিহ্য।
কিন্তু বিতর্কও কম নয়—স্বাদের কারণে জায়গা পেয়েছে সুইডেনের Disgusting Food Museum-এ
এ বছর কানাডায় নিষিদ্ধ হওয়া নিয়ে আন্তর্জাতিক আলোচনাও সৃষ্টি হয়েছিল।প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ পর্যন্ত হস্তক্ষেপ করেন
অস্ট্রেলিয়ার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা ভেজিমাইট নিয়ে এবার আদালতেই লড়াই—এমন ঘটনা নজর কেড়েছে দেশটির গণমাধ্যমে।
