বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

ইতালিতে নারীনির্যাতন ও ফেমিসাইড সংকট

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নীতির সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:৫৭, ১৯ নভেম্বর ২০২৫

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নীতির সমালোচনা

ইতালিতে নারীদের বিরুদ্ধে সহিংসতা ও ফেমিসাইড দীর্ঘদিনের এক গুরুতর মানবাধিকার সংকট। ২০২৫ সালের মধ্যেই দেশটিতে নারীর বিরুদ্ধে লিঙ্গপরাধমূলক হত্যাকাণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬। নারী অধিকারকর্মীরা বলছেন—এই পরিস্থিতি শুধু পরিসংখ্যানের ভয়াবহতা নয়, বরং রাষ্ট্রীয় নীতির ব্যর্থতার প্রতিচ্ছবি। আর সেই ব্যর্থতার কেন্দ্রে রয়েছেন ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।—এমনটাই জানিয়েছে সিএনএন।

 

মিলানে মডেল পামেলা জেনিনির হত্যায় আলোচনায় ফের ফেমিসাইড

মাত্র ২৯ বছর বয়সী মডেল ও উদ্যোক্তা পামেলা জেনিনিকে গত অক্টোবরে তার বাসায় নৃশংসভাবে হত্যা করেন তার ৫২ বছর বয়সী প্রাক্তন প্রেমিক জিয়ানলুকা সনসিন—এমন অভিযোগ পুলিশের। ঘটনাটি ইতালিজুড়ে আলোচনা তৈরি করে এবং ফেমিসাইড সংকটকে আরও স্পষ্ট করে দেয়।

অধিকার সংগঠন Non Una Di Meno–র তথ্য অনুযায়ী, জেনিনি ছিলেন চলতি বছরের ৭২তম নারী, যিনি লিঙ্গবিদ্বেষমূলক সহিংসতার কারণে প্রাণ হারান। এরপর আরও চার নারী একইভাবে নিহত হয়েছেন।

 

আইন-কানুন আছে, কিন্তু প্রতিরোধের উদ্যোগ কোথায়?

জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার সাম্প্রতিক বছরগুলোতে স্টকিং-আইন শক্তিশালী করেছে এবং গৃহহিংসাকে ‘অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর’ হিসেবে চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা কঠোর করেছে।

তবে সমালোচকদের প্রশ্ন— “শাস্তি বাড়ালেই প্রতিরোধ তৈরি হয় না; শিক্ষাব্যবস্থা ও সমাজ সচেতনতার মাধ্যমে বাস্তব পরিবর্তন আনতে হবে।”

সিএনএন জানায়, মেলোনির শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি স্কুলে যৌনশিক্ষা নিষিদ্ধ রাখার নীতি বহাল রেখেছে। বিশেষজ্ঞরা মনে করেন—লিঙ্গবৈষম্য, সম্মতি, ও সহিংসতা প্রতিরোধ বিষয়ে প্রাথমিক শিক্ষা না থাকায় ইতালির তরুণ প্রজন্ম সমতার শিক্ষা পাচ্ছে না।

 

জন্মহারে ধস, কিন্তু নারীর কর্মসংস্থান ও নিরাপত্তায় বিনিয়োগ কম

ইতালির জন্মহার এখন ইউরোপে সবচেয়ে কম। ২০২৫ সালের প্রথম সাত মাসে জন্মহার আরও ৬.৩% কমেছে।

কিন্তু নারীদের উপার্জন বৈষম্য, অস্থায়ী চাকরি, মাতৃত্বকালীন ছুটি না পাওয়া—এসব কারণে কর্মজীবী নারীরা পরিবার পরিকল্পনায় পিছিয়ে যাচ্ছেন।

মেলোনি জন্মহার বাড়াতে করছাড় ও পরিবারকেন্দ্রিক নীতি সামনে আনছেন, কিন্তু—সাশ্রয়ী ডে-কেয়ার নির্মাণের পরিকল্পনা বাজেট থেকে বাদ

৪০% পর্যন্ত বেতন বৈষম্য

৪১.৫% নারী শ্রমবাজারে অংশগ্রহণ

 

মাত্র ৭% কোম্পানিতে নারী সিইও

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৫ অনুযায়ী, ইতালি ১৪৮ দেশের মধ্যে ৮৫তম অবস্থানে—ইউরোপের সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর একটি।

নারীরা বলছেন—“আমরা পিছিয়ে যাচ্ছি”

মিলানের উচ্চশিক্ষিত মানবসম্পদ ব্যবস্থাপক আরিয়ানা রিচি, যিনি ২০২2 সালে মেলোনিকে ভোট দিয়েছিলেন, বলেন—“আমরা ভেবেছিলাম একজন নারী প্রধানমন্ত্রী নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিয়ে আরও কার্যকর হবেন। কিন্তু আমরা উপেক্ষিত।”

আর বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেতা এল্লি শ্লাইন মন্তব্য করেন— “স্কুল, সমাজসেবা ও প্রতিবন্ধীদের সহায়তা বাজেট কমালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নারীরাই।”

 

তবুও সমর্থক আছেন

রোমের এক তরুণী মা বেয়াত্রিচে কোস্তা—মেলোনির পরিবারকেন্দ্রিক নীতি পছন্দ করেন। তিনি বলেন— “আমি মনে করি আমাকে মা হতে উৎসাহিত করা হচ্ছে। এটা ইতালির ঐতিহ্য।”

তবে তিনি স্বীকার করেন—নিজের স্বামী ও বাবা-মায়ের আর্থিক সহায়তা না থাকলে এ সুবিধা পাওয়া কঠিন হতো।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সড়কের পাশে সন্তানের জন্ম, নবজাতক রেখে উধাও মা
‘ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করেছি’—জয়ের পর হামজা চৌধুরী
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাড়িতে নীরবতা
নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৩ দিনে ৩৩ বছরের চুক্তি, কী কারণ থাকতে পারে
২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের শোধ
সতর্কবার্তার ভিডিও দেওয়ার পরও খুন হলেন জহির
বন্দর ইজারার নিন্দা ও প্রতিবাদ বাসদের
নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে হারাল বাংলাদেশ
কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মওদুদ জীবিত থাকলে হাসিনার পতন দেখতে পেতেন, জানালেন ফখরুল
ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার
প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি
সীমান্ত ব্যাংকে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ নিয়োগ
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
খাইবার পাখতুনখাওয়ায় দুই আইবিওতে ভারত–সমর্থিত ১৫জন নিহত
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’