বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৫ অগ্রাহায়ণ ১৪৩২

বেনাপোল বন্দরে ভারত থেকে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল এসেছে

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৯, ১৯ নভেম্বর ২০২৫

বেনাপোল বন্দরে ভারত থেকে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল এসেছে

ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ৪৩ দিনে বেনাপোল বন্দরে পৌঁছেছে ১৩ হাজার ৫২৮ মেট্রিক টন চাল। চলতি বছরের ২১ আগস্ট ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চালের প্রথম চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে। ২১ আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৮৮ দিনের মধ্যে ৪৩ কার্যদিবসে মোট ৩৯৫টি ট্রাকে ১৪৫টি চালান আসে।

চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সরকার দেশের সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দিয়েছে। এর ধারাবাহিকতায় আগস্ট মাসে ১,২৬০ মেট্রিক টন, সেপ্টেম্বর ৫,৪৩৫ মেট্রিক টন, অক্টোবর ৫,১৮৮ মেট্রিক টন এবং নভেম্বর মাসে ১,৬৪৫ মেট্রিক টন চাল ভারত থেকে বেনাপোল বন্দরে এসেছে।

বেনাপোল কাস্টমস হাউজে চার থেকে পাঁচটি সিঅ্যান্ডএফ এজেন্ট আমদানি করা চালের খালাস প্রক্রিয়া সম্পন্ন করছে। সিঅ্যান্ডএফ এজেন্ট বাবলু রহমান বলেন, “আমরা চাল ছাড়ের জন্য কাজ করে আসছি। ২১ আগস্ট থেকে পুনরায় ভারত থেকে চাল আমদানি শুরু হয় এবং অধিকাংশ চাল ভূঁইয়া এন্টারপ্রাইজের মাধ্যমে ছাড়া হচ্ছে।”

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, আগস্টে চাল আমদানি শুরু হওয়ার সময় পরিমাণ বেশি থাকলেও বর্তমানে কমে গেছে। তবে দেশের বিভিন্ন বন্দর থেকে চাল আমদানি হওয়ায় বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল। খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ২১ আগস্ট থেকে আবার চাল আমদানি শুরু হয়েছে। এখন বাজারে আমন ধান উঠতে শুরু করেছে, যা চালের দাম আরও স্থিতিশীল করবে।”

বেনাপোল উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, “৩ মাসে ভারত থেকে ১৪৫টি চালানে ৩৯৫টি ট্রাকে করে ১৩ হাজার ৫২৮ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে এসেছে। চাল পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত খালাসের ব্যবস্থা করা হচ্ছে।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রশ্ন জামায়াত প্রতিনিধির
সকল রাজনৈতিক দলকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান সিইসির
আজ পুরুষের দিন
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন অধ্যাপক আলী রীয়াজ
সড়কের পাশে সন্তানের জন্ম, নবজাতক রেখে উধাও মা
‘ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করেছি’—জয়ের পর হামজা চৌধুরী
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাড়িতে নীরবতা
নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৩ দিনে ৩৩ বছরের চুক্তি, কী কারণ থাকতে পারে
২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের শোধ
সতর্কবার্তার ভিডিও দেওয়ার পরও খুন হলেন জহির
বন্দর ইজারার নিন্দা ও প্রতিবাদ বাসদের
নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে হারাল বাংলাদেশ
কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মওদুদ জীবিত থাকলে হাসিনার পতন দেখতে পেতেন, জানালেন ফখরুল
ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার
প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি