বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৫ অগ্রাহায়ণ ১৪৩২

২৫ নভেম্বর থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২২, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৩:১৩, ১৯ নভেম্বর ২০২৫

২৫ নভেম্বর থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ

ঢাকার মেট্রোরেলে এখন থেকে যাত্রীরা ঘরে বসেই স্থায়ী কার্ড রিচার্জ করতে পারবেন। ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা ভরা সম্ভব হবে। এ সেবা ২৫ নভেম্বর থেকে চালু হচ্ছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন সেবার উদ্বোধন করবেন। শুরুতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটের মাধ্যমে কার্ড রিচার্জ করা যাবে। আগামী মাসে একটি অ্যাপ চালু হলে রিচার্জ আরও সহজ হবে।

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানিয়েছেন, এটি চালু হলে স্টেশনে লাইনে দাঁড়িয়ে টাকা রিচার্জ করতে হবে না, ফলে যাত্রীদের সময় বেঁচে যাবে এবং ভোগান্তি কমবে।

বর্তমানে মেট্রোরেলে দুই ধরনের স্থায়ী কার্ড ব্যবহার হয়—র‍্যাপিড পাস ও এমআরটি পাস। উভয় কার্ডই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করা যাবে। তবে টাকা রিচার্জের পর গ্রাহককে একবার অবশ্যই স্টেশনের অ্যাড ভ্যালু মেশিন (এভিএম)-এ কার্ড স্পর্শ করে হালনাগাদ করতে হবে। একবার হালনাগাদ করার পর পরবর্তী যাত্রা পর্যন্ত পুনরায় স্পর্শ করার প্রয়োজন নেই।

এভিএম-এ স্পর্শ না করলে রিচার্জ করা টাকা তিন মাস পর্যন্ত অপেক্ষমাণ থাকবে। এ সময়ের মধ্যে হালনাগাদ না করলে টাকা মূল অ্যাকাউন্টে ফেরত যাবে, তবে ১০% সার্ভিস চার্জ কেটে রাখা হবে। যাত্রী চাইলে সাত দিনের মধ্যে ফেরত নিতে পারবেন।

মেট্রোরেলের দৈনিক যাত্রী সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের পর দিনে ৬ লাখ ৭৭ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে। বর্তমানে দিনে প্রায় পৌনে পাঁচ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন।

যেভাবে রিচার্জ করা যাবে

ঘরে বসে মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করার কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে ডিটিসিএর ওয়েবসাইট বা মুঠোফোন অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর রিচার্জ অপশনে ক্লিক করে র‍্যাপিড পাস নাকি এমআরটি পাস রিচার্জ করা হবে তা নির্বাচন করতে হবে। এরপর ব্যাংকের কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের পেমেন্ট মাধ্যম নির্বাচন করে টাকা পরিশোধ করতে হবে।

টাকা পরিশোধ সফল হলে স্টেশনে থাকা অ্যাড ভ্যালু মেশিন (এভিএম)-এ কার্ডটি স্পর্শ করে রিচার্জ সম্পন্ন করতে হবে। অনলাইনে রিচার্জ করা টাকা এভিএমে স্পর্শ করার আগে “অপেক্ষমাণ” দেখাবে। অপেক্ষমাণ রিচার্জ করা টাকা তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। এভিএমে কার্ড স্পর্শ না করলে টাকা গ্রাহকের ব্যাংক বা মোবাইল অ্যাকাউন্টে ফিরে যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে টাকা ফেরত নিতে পারবেন, তবে সেই ক্ষেত্রেও ১০ শতাংশ ফি কেটে নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রশ্ন জামায়াত প্রতিনিধির
সকল রাজনৈতিক দলকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান সিইসির
আজ পুরুষের দিন
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন অধ্যাপক আলী রীয়াজ
সড়কের পাশে সন্তানের জন্ম, নবজাতক রেখে উধাও মা
‘ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করেছি’—জয়ের পর হামজা চৌধুরী
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাড়িতে নীরবতা
নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৩ দিনে ৩৩ বছরের চুক্তি, কী কারণ থাকতে পারে
২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের শোধ
সতর্কবার্তার ভিডিও দেওয়ার পরও খুন হলেন জহির
বন্দর ইজারার নিন্দা ও প্রতিবাদ বাসদের
নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে হারাল বাংলাদেশ
কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মওদুদ জীবিত থাকলে হাসিনার পতন দেখতে পেতেন, জানালেন ফখরুল
ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার
প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি