গেটিসবার্গ ভাষণ থেকে শেনঝু মহাকাশযান
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০৬:২৫, ১৯ নভেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের গেটিসবার্গ
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে ১৯ নভেম্বর বছরের ৩২৩তম দিন (অধিবর্ষে ৩২৪তম)। বছর শেষ হতে বাকি থাকে মাত্র ৪২ দিন। ইতিহাসে এই দিনটি বিশ্বের নানা প্রান্তে গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামরিক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ঘটনার সাক্ষী। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আমেরিকান গৃহযুদ্ধের সময় পেনসিলভানিয়ার গেটিসবার্গে তার বিখ্যাত “গেটিসবার্গ অ্যাড্রেস” প্রদান করেন।
১৮১৬ – ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা
এই দিনে পোল্যান্ডের অন্যতম প্রাচীন এবং মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ওয়ারশ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। পরবর্তীতে এটি ইউরোপের গুরুত্বপূর্ণ গবেষণা ও শিক্ষাকেন্দ্র হিসেবে বিকশিত হয়।
১৮৬৩ – গেটিসবার্গে আব্রাহাম লিংকনের ঐতিহাসিক ভাষণ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ঘটনা ঘটে আজকের দিনে। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আমেরিকান গৃহযুদ্ধের সময় পেনসিলভানিয়ার গেটিসবার্গে তার বিখ্যাত “গেটিসবার্গ অ্যাড্রেস” প্রদান করেন। মাত্র ২৭২ শব্দের ভাষণ হলেও এটি মানবমুক্তি, সমতা ও গণতন্ত্রের প্রতীক হিসেবে ইতিহাসে অমর হয়ে আছে।
১৯৪২ – স্তালিনগ্রাদে সোভিয়েত বাহিনীর পাল্টা আক্রমণ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া অন্যতম বড় সামরিক অগ্রযাত্রা ছিল এই দিনের ঘটনা। সোভিয়েত ইউনিয়ন স্তালিনগ্রাদে জার্মান বাহিনীর বিরুদ্ধে বৃহত্তম পাল্টা আক্রমণ শুরু করে যা শেষ পর্যন্ত নাৎসি বাহিনীর পরাজয় ত্বরান্বিত করে।
১৯৪৪ – জাপানি বিমানবাহিনীর শেষ কলকাতা আক্রমণ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই দিনে জাপানি বিমানবাহিনী কলকাতায় দ্বিতীয় ও শেষবারের মতো বিমান হামলা চালায়। এ হামলা বঙ্গোপসাগর অঞ্চলকে সরাসরি যুদ্ধে জড়িত করে।
১৯৭৭ – আনোয়ার সাদাতের জেরুজালেম সফর
মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের অধিকৃত বায়তুল মোকাদ্দাস সফর মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় একটি সাহসী ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। আরব বিশ্বে এটি ছিল যুগান্তকারী ঘটনা।
১৯৮২ – দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু
ভারতের রাজধানী দিল্লিতে আজকের দিনে নবম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়, যা দক্ষিণ এশিয়া অঞ্চলের ক্রীড়া ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ।
১৯৯০ – শীতল যুদ্ধের অবসান ঘোষণা
এই দিনে প্যারিসে ওয়ারশ' ও ন্যাটো সদস্যভুক্ত দেশের নেতারা একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিটি পূর্ব-পশ্চিমের দীর্ঘ শীতল যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটায়।
১৯৯৯ – চীনের প্রথম শেনঝু মহাকাশযান উৎক্ষেপণ
চীন এই দিনে প্রথমবারের মতো তাদের শেনঝু স্পেসক্রাফট মহাকাশে পাঠায়। এটি চীনের মহাকাশ অভিযাত্রার নতুন যুগের সূচনা করে।
১৯৯৫ – হুমায়ুন আজাদের ‘নারী’ বই নিষিদ্ধ ঘোষণা
বাংলাদেশ সরকার আজকের দিনে হুমায়ুন আজাদের ‘নারী’ বইটি নিষিদ্ধ ঘোষণা করে। বইটি বাংলাদেশের সাহিত্য ও মুক্ত চিন্তার ইতিহাসে তুমুল বিতর্ক সৃষ্টি করেছিল।
