ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০৬:২৫, ১১ নভেম্বর ২০২৫
ইয়াসির আরাফাত, ছবি : আনাদুলু নিউজ
আজ ইতিহাসের পাতায় একদিনে হারানো একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী। তাদের অবদান ইতিহাসে অমর হয়ে আছে—রাজনীতি, সাহিত্য, দর্শন, অর্থনীতি, শিল্প কিংবা বিজ্ঞানে, তারা রেখে গেছেন অনন্ত ছাপ। এই দিনে ইয়াসির আরাফাত, ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেলজয়ী রাজনীতিক মারা গেছেন।
বাইজেন্টাইন সাম্রাজ্যের দুই সম্রাট
খ্রিস্টাব্দ ৯৫৯ সালে কনস্টান্টাইন সপ্তম এবং ১০২৮ সালে কনস্ট্যান্টিন অষ্টম, উভয়েই বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট ছিলেন। কনস্টান্টাইন সপ্তম ছিলেন ইতিহাসবিদ সম্রাট হিসেবে খ্যাত, যিনি রাজনীতি ও ইতিহাসচর্চাকে একত্র করেছিলেন। অন্যদিকে কনস্ট্যান্টিন অষ্টম ছিলেন প্রশাসনিক দক্ষতায় পরিচিত, যদিও তাঁর শাসনামল ছিল তুলনামূলক শান্তিপূর্ণ।
ইউরোপীয় শিল্প, অর্থনীতি ও দর্শনের নক্ষত্ররা
১৭৭৮ সালে গিওভানি বাটিস্টা পিরানেসি, ইতালীয় ভাস্কর ও চিত্রকর, তার স্থাপত্যনির্ভর নকশার জন্য বিখ্যাত ছিলেন।
১৮২৩ সালে ডেভিড রিকার্ডো, আধুনিক অর্থনীতির অন্যতম জনক, প্রয়াত হন। তার শ্রমমূল্য তত্ত্ব আজও অর্থনীতিতে মৌলিক ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়।
১৮৫৫ সালে সারেন কিয়েরকেগর, ডেনীয় দার্শনিক ও ধর্মতাত্ত্বিক, যিনি অস্তিত্ববাদ দর্শনের প্রবর্তক হিসেবে বিশ্বে পরিচিত। তার লেখনী মানুষের অন্তর্দহন ও বিশ্বাস সংকটের গভীরে প্রবেশ করেছিল।
সাহিত্য, রাজনীতি ও সমাজসেবায় অনন্যা অবদান
১৯২৩ সালে আশ্বিনীকুমার দত্ত, সমাজসেবক, রাজনীতিক ও লেখক, যিনি বাংলার শিক্ষাবিস্তার ও সামাজিক পুনর্জাগরণের পথিকৃত ছিলেন।
১৯৫৩ সালে ডিলান টমাস, ইংরেজ কবি, আধুনিক কবিতার নতুন ঢঙের প্রবর্তক।
১৯৭০ সালে জেনারেল চার্লস দ্য গল, ফরাসি প্রেসিডেন্ট ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিরোধের প্রতীক, প্রয়াত হন।
১৯৭১ সালে নিকিতা ক্রুশ্চেভ, সোভিয়েত নেতা, যিনি ঠান্ডাযুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ের এক প্রভাবশালী চরিত্র ছিলেন।
১৯৭৩ সালে আর্টটুরি ইলমারি ভিরটানেন, নোবেলজয়ী ফিনিশ রসায়নবিদ, প্রয়াত হন।
বাংলার সংস্কৃতি ও রাজনীতির মহাপুরুষেরা
১৯৮৪ সালে মহেন্দ্র গুপ্ত, প্রখ্যাত বাঙালি নাট্যকার, প্রয়াত হন।
১৯৮৭ সালে মণিকুন্তলা সেন, নারী প্রগতির অগ্রদূত, কমিউনিস্ট রাজনীতির অন্যতম মুখ।
১৯৯৯ সালে মোহাম্মদউল্লাহ, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি, প্রয়াত হন।
সমকালীন রাজনীতি ও বিশ্ববীক্ষার নায়করা
২০০১ সালে জিওভান্নি লিওন, ইতালির ষষ্ঠ প্রেসিডেন্ট।
২০০৪ সালে আইরিস চ্যাং, মার্কিন ইতিহাসবিদ ও সাংবাদিক, এবং একই বছরে ইয়াসির আরাফাত, ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেলজয়ী রাজনীতিক।
২০০৫ সালে পিটার ড্রুকার, আধুনিক ম্যানেজমেন্ট তত্ত্বের জনক।
২০০৮ সালে ইমাম সামুডরা, ইন্দোনেশীয় সন্ত্রাসী, বালি বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী।
২০১২ সালে সের্গেই নিকলস্কয়, রুশ গণিতবিদ, প্রয়াত হন।
