রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ০৬:২৫, ১১ নভেম্বর ২০২৫

ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত

ইয়াসির আরাফাত, ছবি : আনাদুলু নিউজ

আজ ইতিহাসের পাতায় একদিনে হারানো একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী। তাদের অবদান ইতিহাসে অমর হয়ে আছে—রাজনীতি, সাহিত্য, দর্শন, অর্থনীতি, শিল্প কিংবা বিজ্ঞানে, তারা রেখে গেছেন অনন্ত ছাপ। এই দিনে ইয়াসির আরাফাত, ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেলজয়ী রাজনীতিক মারা গেছেন।

 

বাইজেন্টাইন সাম্রাজ্যের দুই সম্রাট

খ্রিস্টাব্দ ৯৫৯ সালে কনস্টান্টাইন সপ্তম এবং ১০২৮ সালে কনস্ট্যান্টিন অষ্টম, উভয়েই বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট ছিলেন। কনস্টান্টাইন সপ্তম ছিলেন ইতিহাসবিদ সম্রাট হিসেবে খ্যাত, যিনি রাজনীতি ও ইতিহাসচর্চাকে একত্র করেছিলেন। অন্যদিকে কনস্ট্যান্টিন অষ্টম ছিলেন প্রশাসনিক দক্ষতায় পরিচিত, যদিও তাঁর শাসনামল ছিল তুলনামূলক শান্তিপূর্ণ।

 

ইউরোপীয় শিল্প, অর্থনীতি ও দর্শনের নক্ষত্ররা

১৭৭৮ সালে গিওভানি বাটিস্টা পিরানেসি, ইতালীয় ভাস্কর ও চিত্রকর, তার স্থাপত্যনির্ভর নকশার জন্য বিখ্যাত ছিলেন।

১৮২৩ সালে ডেভিড রিকার্ডো, আধুনিক অর্থনীতির অন্যতম জনক, প্রয়াত হন। তার শ্রমমূল্য তত্ত্ব আজও অর্থনীতিতে মৌলিক ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়।

১৮৫৫ সালে সারেন কিয়েরকেগর, ডেনীয় দার্শনিক ও ধর্মতাত্ত্বিক, যিনি অস্তিত্ববাদ দর্শনের প্রবর্তক হিসেবে বিশ্বে পরিচিত। তার লেখনী মানুষের অন্তর্দহন ও বিশ্বাস সংকটের গভীরে প্রবেশ করেছিল।

 

সাহিত্য, রাজনীতি ও সমাজসেবায় অনন্যা অবদান

১৯২৩ সালে আশ্বিনীকুমার দত্ত, সমাজসেবক, রাজনীতিক ও লেখক, যিনি বাংলার শিক্ষাবিস্তার ও সামাজিক পুনর্জাগরণের পথিকৃত ছিলেন।

১৯৫৩ সালে ডিলান টমাস, ইংরেজ কবি, আধুনিক কবিতার নতুন ঢঙের প্রবর্তক।

১৯৭০ সালে জেনারেল চার্লস দ্য গল, ফরাসি প্রেসিডেন্ট ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিরোধের প্রতীক, প্রয়াত হন।

১৯৭১ সালে নিকিতা ক্রুশ্চেভ, সোভিয়েত নেতা, যিনি ঠান্ডাযুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ের এক প্রভাবশালী চরিত্র ছিলেন।

১৯৭৩ সালে আর্টটুরি ইলমারি ভিরটানেন, নোবেলজয়ী ফিনিশ রসায়নবিদ, প্রয়াত হন।

 

বাংলার সংস্কৃতি ও রাজনীতির মহাপুরুষেরা

 

১৯৮৪ সালে মহেন্দ্র গুপ্ত, প্রখ্যাত বাঙালি নাট্যকার, প্রয়াত হন।

১৯৮৭ সালে মণিকুন্তলা সেন, নারী প্রগতির অগ্রদূত, কমিউনিস্ট রাজনীতির অন্যতম মুখ।

১৯৯৯ সালে মোহাম্মদউল্লাহ, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি, প্রয়াত হন।

 

সমকালীন রাজনীতি ও বিশ্ববীক্ষার নায়করা

২০০১ সালে জিওভান্নি লিওন, ইতালির ষষ্ঠ প্রেসিডেন্ট।

২০০৪ সালে আইরিস চ্যাং, মার্কিন ইতিহাসবিদ ও সাংবাদিক, এবং একই বছরে ইয়াসির আরাফাত, ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেলজয়ী রাজনীতিক।

২০০৫ সালে পিটার ড্রুকার, আধুনিক ম্যানেজমেন্ট তত্ত্বের জনক।

২০০৮ সালে ইমাম সামুডরা, ইন্দোনেশীয় সন্ত্রাসী, বালি বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী।

২০১২ সালে সের্গেই নিকলস্কয়, রুশ গণিতবিদ, প্রয়াত হন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র