বার্লিন প্রাচীর ভাঙা শুরু হয়
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০৬:১০, ১১ নভেম্বর ২০২৫
বার্লিনের প্রাচীর ভাঙা হচ্ছে, ছবি : সিএনএন
১১ নভেম্বর। আজকের দিনে ইতিহাসের পাতা রচিত হয়েছে নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে—সমুদ্রযাত্রা থেকে বিপ্লব, নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে প্রযুক্তির আবিষ্কার পর্যন্ত। আজকের দিনে পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন প্রাচীর ভাঙা শুরু হয়। এর মাধ্যমে শীতল যুদ্ধের অবসান এবং ইউরোপে গণতন্ত্রের নবজাগরণ ঘটে।
১৪৯৮ – ভাস্কো দা গামার সমুদ্র অভিযান শুরু
এই দিনে পর্তুগালের কিংবদন্তি নাবিক ভাস্কো দা গামা আফ্রিকা ঘুরে ভারতের ক্যালিকটে পৌঁছানোর ঐতিহাসিক সমুদ্র অভিযাত্রা শুরু করেন। এটি ছিল ইউরোপ থেকে ভারতের প্রথম সমুদ্রপথ আবিষ্কারের যাত্রা, যা পরবর্তীতে বিশ্ব বাণিজ্য ও উপনিবেশ বিস্তারে যুগান্তকারী প্রভাব ফেলে।
১৭৯৩ – শিক্ষাব্রতী উইলিয়াম কেরির কলকাতায় আগমন
ইংরেজ মিশনারি ও শিক্ষাব্রতী উইলিয়াম কেরি আজকের দিনে কলকাতায় এসে পৌঁছান। তিনি পরবর্তীতে বাংলায় শিক্ষা, ভাষা ও ধর্মীয় সংস্কারে অনন্য ভূমিকা রাখেন। বাংলা ভাষার প্রথম ছাপাখানা ও বাইবেল অনুবাদের পেছনে তার অবদান আজও স্মরণীয়।
১৮৬৬ – আদি ব্রহ্মসমাজের প্রতিষ্ঠা
কেশবচন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষীয় আদি ব্রহ্মসমাজ। এটি ছিল সমাজসংস্কার ও ধর্মীয় উদারবাদের আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ভারতের সামাজিক চিন্তায় নতুন দিগন্ত উন্মোচন করে।
১৯১৭ – লেনিনের নেতৃত্বে শ্রমিক-কৃষক সরকার
রাশিয়ার অক্টোবর বিপ্লবের পর এই দিনে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে গঠিত হয় প্রথম শ্রমিক-কৃষক সরকার। সমাজতান্ত্রিক বিপ্লবের এই সূচনা গোটা বিশ্ব রাজনীতির গতিপথ পাল্টে দেয়।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি
আজকের দিনে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়েই চার বছরব্যাপী রক্তক্ষয়ী প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।
১৯৬৫ – ব্রিটেনে মৃত্যুদণ্ড বিলুপ্ত
এই দিনে ব্রিটেনে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের আইন বাতিল করা হয়, যা মানবাধিকারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
১৯৬৬ – মহাশূন্যে অলড্রিন ও লোভেল
এডউইন ইউজিন অলড্রিন ও জেমস এ. লোভেল ‘জেমিনি-১২’ নভোযানে চড়ে চার দিনের অভিযানে মহাশূন্যে যাত্রা করেন, যা পরবর্তীকালে অ্যাপোলো মিশনের পথপ্রদর্শক হিসেবে কাজ করে।
১৯৬৮ – মালদ্বীপ প্রজাতন্ত্রে রূপান্তর
ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর মালদ্বীপ এই দিনে প্রজাতন্ত্রে পরিণত হয়।
১৯৭০ – ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠা
মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক হিসেবে আজকের দিনে ইসলামী সম্মেলন সংস্থা (OIC) প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ পরবর্তীতে এর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যোগ দেয়।
১৯৭২ – বাংলাদেশ আওয়ামী যুবলীগের জন্ম
স্বাধীনতার পর তরুণদের নেতৃত্বে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয় এই দিনে।
১৯৮২ – লেবাননে ইসরাইলি ঘাঁটিতে বোমা হামলা
দক্ষিণ লেবাননে অবস্থিত ইসরাইলি সেনা সদর দফতরে শহীদ আহমাদ কাসির ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালান, যা মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।
১৯৮৯ – বার্লিন প্রাচীর ভাঙা শুরু
আজকের দিনে পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন প্রাচীর ভাঙা শুরু হয়। এর মাধ্যমে শীতল যুদ্ধের অবসান এবং ইউরোপে গণতন্ত্রের নবজাগরণ ঘটে।
১৯৯০ – নেপালের নতুন সংবিধান
নেপালের রাজা বীরেন্দ্র নতুন সংবিধান জারি করে দলহীন পঞ্চায়েত ব্যবস্থার অবসান ঘটান। এর মাধ্যমে নেপালে গণতন্ত্রের পথ প্রশস্ত হয়।
১৯৯৬ – বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্য
এই দিনে দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও ভারত সীমান্ত বাণিজ্য চালুর সিদ্ধান্ত গ্রহণ করে, যা পরবর্তীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতিতে গতি সঞ্চার করে।
১৯৯৯ – ইউনেস্কো নির্বাহী পরিষদে বাংলাদেশের নির্বাচন
বাংলাদেশ ইউনেস্কোর নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে—যা আন্তর্জাতিক কূটনীতিতে দেশের মর্যাদা বৃদ্ধি করে।
