দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পরও স্মৃতিতে
ভিজে ডে-তে বীর যোদ্ধাদের রাজা চার্লসের অভ্যর্থনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৫৩, ১২ নভেম্বর ২০২৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াল ইতিহাসে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ বা ভিজে ডে (ভিকট্রি ওভারে জাপান ডে) এক অবিস্মরণীয় অধ্যায়। সেই যুদ্ধশেষের ৮০ বছর পূর্তি উপলক্ষে সোমবার উইন্ডসর ক্যাসেলে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করে ব্রিটিশ রাজপরিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা তৃতীয় চার্লস, রানী ক্যামিলা ও প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়াম ।
রাজা চার্লস এবং রানী ক্যামিলার আয়োজনে অনুষ্ঠিত এই বিশেষ সংবর্ধনায় অংশ নেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রশান্ত মহাসাগরীয় ফ্রন্টে অংশগ্রহণকারী প্রবীণ সৈনিকেরা। তাদের সঙ্গে সময় কাটান রাজপরিবারের সদস্যরা, শোনেন যুদ্ধের স্মৃতি ও ত্যাগের কাহিনি।
রাজপরিবারের সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় বলা হয়— “এই সন্ধ্যায় আর্মিস্টিস ডেতে রাজা ও রানী, প্রিন্স অব ওয়েলস, ডিউক অব এডিনবরো এবং ডাচেস অব গ্লস্টার অসাধারণ কিছু ভেটেরানের সঙ্গে সময় কাটালেন, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধ করেছেন।”
রাজা চার্লস নিজেও ভিজে ডে উপলক্ষে দেওয়া এক বার্তায় যুদ্ধাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন—
“যুদ্ধের প্রকৃত মূল্য কেবল যুদ্ধক্ষেত্রে নয়, তা মানুষের জীবনের প্রতিটি স্তরে গভীর ক্ষতচিহ্ন রেখে গেছে। আজ আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁদের আত্মত্যাগের কারণেই বিশ্বে শান্তির আলো ফিরে এসেছে।”
উইন্ডসর ক্যাসেলের এই অভ্যর্থনা অনুষ্ঠানে রাজা চার্লস ও প্রিন্স উইলিয়ামকে দেখা যায় বীর যোদ্ধাদের সঙ্গে হাসিমুখে আলাপ করতে। বহু প্রবীণ যোদ্ধা স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
৮০ বছর আগের এই দিনটি শুধু ইউরোপ নয়, সমগ্র এশিয়ার জন্যও ঐতিহাসিক। কারণ জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে। সেই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বহু দেশ ঔপনিবেশিক শাসনের শেষ দিকে স্বাধীনতার আন্দোলনে নতুন গতি পায়।
রাজা চার্লসের এই শ্রদ্ধা নিবেদন তাই কেবল ব্রিটিশ ইতিহাস নয়, বরং মানবতার প্রতি এক গভীর সম্মান প্রদর্শনের নিদর্শন।
