বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

ভারতের প্রথম মহিলা ও তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জন্মদিন

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ০৬:২৯, ১৯ নভেম্বর ২০২৫

ভারতের প্রথম মহিলা ও তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জন্মদিন

ইন্দিরা গান্ধী

আজ ১৯ নভেম্বর। ইতিহাসের বিভিন্ন সময়ের অসাধারণ কিছু মানুষ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি, সমাজসংস্কার, শিল্প ও ক্রীড়াঙ্গনে তাদের অবদান আজও মানবসভ্যতাকে আলো দেখায়। সমাজকালের পাঠকদের জন্য তুলে ধরা হলো এই দিনের উল্লেখযোগ্য জন্মস্মৃতি। ভারতের প্রথম মহিলা ও তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

 

বিজ্ঞান ও জ্ঞানচর্চার অগ্রদূত

মিখাইল লোমোনোসভ (১৭১১–১৭৬৫) — রুশ পদার্থবিদ, রসায়নবিদ ও জ্যোতির্বিদ; রুশ বিজ্ঞান একাডেমির অন্যতম পুরোধা।

ফের্দিনঁ দ্য লেসেপস (১৮০৫–১৮৯৪) — সুয়েজ খালের স্বপ্নদ্রষ্টা ফরাসি প্রকৌশলী।

রিচার্ড আভেনারিউস (১৮৪৩–) — জার্মান বংশোদ্ভূত সুইস দার্শনিক ও অধ্যাপক।

জেমস ব্যাচেলার সামনার (১৮৮৭–) — নোবেলজয়ী আমেরিকান রসায়নবিদ; এনজাইম–রসায়নের পথিকৃৎ।

জর্জ এমিল পালাডে (১৯১২–২০০৮) — নোবেলজয়ী জীববিজ্ঞানী ও চিকিৎসক; সেল বায়োলজির কিংবদন্তি।

আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র (১৯১৫–) — নোবেলজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও প্রাণরসায়নবিদ।

ইউয়ান ৎসে লি (১৯৩৬–) — নোবেলজয়ী তাইওয়ান–আমেরিকান রসায়নবিদ।

ডা. পূর্ণেন্দুবিকাশ সরকার (জ.১৯৫৫) — ২০২৩ সালে আনন্দ পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিকিৎসক।

 

স্বাধীনতা–সংগ্রাম, সমাজসংস্কার ও রাজনীতি

লক্ষ্মী বাঈ (১৮২৮–১৮৫৮) — ঝাঁসির রাণী; ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের সাহসী নেত্রী।

জেমস গারফিল্ড (১৮৩১–১৮৮১) — মার্কিন যুক্তরাষ্ট্রের ২০তম রাষ্ট্রপতি।

কেশবচন্দ্র সেন (১৮৩৮–১৮৮৪) — ব্রাহ্ম সমাজের প্রধান নেতা ও সমাজসংস্কারক।

আম্মেম্বল সুব্বা রাও পাই (১৮৫২–১৯০৯) — বিশিষ্ট ভারতীয় আইনজীবী ও রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা।

যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় / নিরালম্ব স্বামী (১৮৭৭–১৯৩০) — ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।

একনাথ রানাডে (১৯১৪–১৯৮২) — সমাজসংস্কারক ও আরএসএস সংগঠক।

ইন্দিরা গান্ধী (১৯১৭–১৯৮৪) — ভারতের প্রথম মহিলা ও তৃতীয় প্রধানমন্ত্রী।

আবদুল ফাত্তাহ আল–সিসি (জ.১৯৫৪) — মিশরের ফিল্ড মার্শাল ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।

 

সাহিত্য, দর্শন ও সংস্কৃতি

করুণানিধান বন্দ্যোপাধ্যায় (১৮৭৭–১৯৫৫) — বাঙালি কবি।

দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় (১৯১৮–১৯৯৩) — ভারতের প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক।

সলিল চৌধুরী (১৯২৫–১৯৯৫) — কিংবদন্তি বাঙালি সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক।

সুবীর নন্দী (১৯৫৩–২০১৯) — বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী।

 

চলচ্চিত্র ও শিল্প–সাহিত্য

অসিতবরণ মুখোপাধ্যায় (১৯১৩–১৯৮৪) — বাঙালি অভিনেতা ও গায়ক।

রেহানা সুলতান (জ.১৯৫০) — ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

জিনাত আমান (জ.১৯৫১) — বলিউডের খ্যাতিমান অভিনেত্রী।

মেগ রায়ান (জ.১৯৬১) — জনপ্রিয় আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।

জোডি ফস্টার (জ.১৯৬২) — মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক; দুইবারের অস্কারজয়ী।

সুস্মিতা সেন (জ.১৯৭৫) — ভারতীয় অভিনেত্রী ও ১৯৯৪ সালের মিস ইউনিভার্স।

 

ক্রীড়া

ক্রিস্টোফার ঈগলস (জ.১৯৮৫) — ইংরেজ ফুটবল খেলোয়াড়।

সিলভিয়া সোলার এস্পিনসা (জ.১৯৮৭) — স্প্যানিশ পেশাদার টেনিস খেলোয়াড়।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সড়কের পাশে সন্তানের জন্ম, নবজাতক রেখে উধাও মা
‘ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করেছি’—জয়ের পর হামজা চৌধুরী
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাড়িতে নীরবতা
নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৩ দিনে ৩৩ বছরের চুক্তি, কী কারণ থাকতে পারে
২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের শোধ
সতর্কবার্তার ভিডিও দেওয়ার পরও খুন হলেন জহির
বন্দর ইজারার নিন্দা ও প্রতিবাদ বাসদের
নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে হারাল বাংলাদেশ
কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মওদুদ জীবিত থাকলে হাসিনার পতন দেখতে পেতেন, জানালেন ফখরুল
ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার
প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি
সীমান্ত ব্যাংকে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ নিয়োগ
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
খাইবার পাখতুনখাওয়ায় দুই আইবিওতে ভারত–সমর্থিত ১৫জন নিহত
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’