৪৪তম বিসিএসের ফল: উত্তীর্ণ ১,৬৭৬ প্রার্থী
চাকরি ডেস্ক
প্রকাশ: ১১:০৯, ১২ নভেম্বর ২০২৫
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ৪৪তম বিসিএসের পরিবর্ধিত সম্পূরক ফলাফল প্রকাশ করেছে। নতুন এই ফলাফলে ১,৬৭৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পিএসসি জানায়, গত ৬ নভেম্বর প্রকাশিত ৪৪তম বিসিএস পরীক্ষার সম্পূরক ফল প্রস্তুতের সময় দেখা যায়, বেশ কয়েকজন প্রার্থী ইতোমধ্যে আগের বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত। পরবর্তীতে তারা ৪৪তম বিসিএসেও একই ক্যাডার বা পছন্দক্রমে পদে মনোনয়নযোগ্য হন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ অক্টোবরের সংশোধিত বিধিমালার আওতায় কমিশন সিদ্ধান্ত নেয়—এ ধরনের প্রার্থীদের একই পদে পুনরায় সুপারিশ করা হবে না। ফলে তাদের পরিবর্তে নতুন প্রার্থীদের নাম মেধাতালিকা অনুযায়ী অন্তর্ভুক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেধাক্রম ও প্রচলিত কোটা বিধান অনুযায়ী নতুন প্রার্থীদের বিভিন্ন সার্ভিস ও ক্যাডারে মনোনয়ন দেওয়া হয়েছে। ৪৪তম বিসিএসের মোট ১,৭১০ শূন্য পদের বিপরীতে ১,৬৭৬ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
পিএসসির এই ফলাফল সরকারি ওয়েবসাইটে দেখা যাচ্ছে এবং শিগগিরই সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে পৃথকভাবে বিজ্ঞপ্তি পাঠানো হবে।
