আজ ঢাকার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৮, ১০ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
বৃষ্টি না হওয়ায় রাজধানীর বাতাসে বেড়ে গেছে ক্ষতিকর কণার ঘনত্ব। আজ সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানী ঢাকার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান নিরীক্ষা সংস্থা আইকিউএয়ারের সকাল ৯টার তথ্যমতে, এদিন ২৬০ একিউআই স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সংস্থার মানদণ্ড অনুযায়ী, এই মাত্রার বায়ু নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’।
এ সময় ৫৬৪ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি বায়ুদূষণে বিশ্বে শীর্ষে রয়েছে, যা সেখানকার বাসিন্দাদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ বলে গণ্য। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩২৪।
আইকিউএয়ার সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ পর্যন্ত স্কোর ‘ভালো’ ধরা হয়, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। ১৫১ থেকে ২০০ হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’, আর ৩০১ থেকে ৪০০ পর্যন্ত ‘ঝুঁকিপূর্ণ’। এমন অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়, অন্যদেরও সীমিত সময় বাইরে থাকার আহ্বান জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। দূষিত বায়ুর কারণে হৃদরোগ, স্ট্রোক, শ্বাসযন্ত্রের সংক্রমণ, ফুসফুসের ক্যানসার এবং ক্রনিক পালমোনারি রোগের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।
