রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

২০২৫: রেকর্ড গরমের শীর্ষ তিনে থাকবে বছরটি জাতিসংঘের সতর্কবার্তা

সমাজকাল ডেস্ক 

প্রকাশ: ১৭:২০, ৭ নভেম্বর ২০২৫

২০২৫: রেকর্ড গরমের শীর্ষ তিনে থাকবে বছরটি জাতিসংঘের সতর্কবার্তা

জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা (ডব্লিউএম‌)। ছবি: ইউএন টুডে

বিশ্বজুড়ে অস্বাভাবিক তাপমাত্রার ধারাবাহিকতার কারণে ২০২৫ সালটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে উষ্ণ তিন বছরের একটি। এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা (ডব্লিউএম‌)। 

সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালটি হয় দ্বিতীয়, নয়তো তৃতীয় সর্বাধিক উষ্ণ বছর হিসেবে ইতিহাসে স্থান পাবে।

জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে বৈশ্বিক গড় পৃষ্ঠতাপমাত্রা (মাটি থেকে প্রায় দুই মিটার ওপরে মাপা) শিল্প-পূর্ব সময়ের গড়ের চেয়ে ১.৪২ ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ, ২০১৫ থেকে ২০২৫— এই দশকটিই হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ দশক।

আর‌ও একটি উদ্বেগজনক বিষয় হলো-

এর সঙ্গে যোগ হয়েছে আরও  — কার্বন ডাই–অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইডের মতো গ্রীনহাউস গ্যাসের ঘনত্ব নতুন রেকর্ড স্পর্শ করেছে।  যা ভবিষ্যতের জন্য আরও তাপ ‘লক ইন’ করে দিচ্ছে।

ব্রাজিলের বেলেম শহরে কপ ৩০ জলবায়ু সম্মেলনের ঠিক  আগে আগেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই প্রতিবেদনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, “১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য পূরণে ব্যর্থতা হবে মানবতার এক নৈতিক ব্যর্থতা।”

ডব্লিউএম‌ওর  মহাপরিচালক সেলেস্ট সাউলো জানান, “বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে ভয়াবহ, কিন্তু বিজ্ঞান বলছে— এখনো সময় আছে, এই শতাব্দীর শেষে তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা সম্ভব, যদি অবিলম্বে পদক্ষেপ নেওয়া যায়।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের শীতকাল শেষে আর্টিক অঞ্চলের বরফের বিস্তার ছিল ইতিহাসে সর্বনিম্ন, আর দক্ষিণ মেরুতেও (অ্যান্টার্কটিকা) বরফের পরিমাণ ছিল গড়ের অনেক নিচে।

এমন পরিস্থিতি বিশ্বব্যাপী তীব্র তাপপ্রবাহ, ভয়াবহ বন্যা ও দাবানলের মতো চরম জলবায়ুজণিত  ঘটনা আরও ঘনঘন ঘটাচ্ছে— যা মানুষের জীবন, খাদ্যনিরাপত্তা ও জীবিকা সরাসরি হুমকির মুখে ফেলছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের পর থেকে আগাম দুর্যোগ সতর্কতা ব্যবস্থায়  উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে ১১৯টি দেশ এ ধরনের ব্যবস্থা চালু করেছে— যা ২০১৫ সালের তুলনায় দ্বিগুণ।

তবে এখনো বিশ্বের ৪০ শতাংশ দেশ এমন সতর্কতা ব্যবস্থা থেকে বঞ্চিত। প্রতিবেদনে তাই ‘তাৎক্ষণিক পদক্ষেপ’-এর আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বেড়েছে ২.৩ শতাংশ। এর বড় অংশের দায় ভারতের পর চীন, রাশিয়া ও ইন্দোনেশিয়ার ওপর পড়েছে।

বিশ্লেষকদের মতে, এই বৃদ্ধির ফলে ২০১৫ সালের প্যারিস চুক্তির লক্ষ্য— অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা— এখন প্রায় অসম্ভব হয়ে উঠছে।

জাতিসংঘের জলবায়ুবিজ্ঞানী ক্রিস হিউইট বলেন, “আমরা এখনো জানি না কত বছর ধরে তাপমাত্রা ১.৫ ডিগ্রির ওপরে থাকবে— সেটা নির্ভর করছে আজকের সিদ্ধান্তের ওপর।”

তিনি আরও বলেন, কপ৩০ সম্মেলন হবে মানবজাতির জন্য এক বড় পরীক্ষা— আমরা এখনো সময়ের মধ্যে আছি, কিন্তু ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে।

সূত্র: জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার রায় কাল: বিটিভিতে সরাসরি সম্প্রচার
নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত
২৬ বাংলাদেশিকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
সরকারি চাকরিজীবীরা যেভাবে আয়করের হিসাব করবেন
গণভোটের ফাঁদে দেশকে ঠেলে দিলে পালানোর হেলিকপ্টারও পাবে না
ভারত–পাকিস্তান সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়
বিএনপি নেতা কুপিয়ে হত্যা: আধিপত্য বিস্তারকেই কারণ মনে করছে পুলিশ
হঠাৎ কমল স্বর্ণের দাম
হাফ ভাড়া নিয়ে শ্রমিক–শিক্ষার্থী সংঘর্ষ: অর্ধশতাধিক বাস ভাঙচুর
রাজধানীর আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ