সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’ দুর্বল হয়ে ট্রপিক্যাল স্টর্ম, ফের ফিলিপাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:৫১, ১২ নভেম্বর ২০২৫
সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’ -এর আঘাতে ৯ নভেম্বর,২০২৫ -এ ফিলিপাইনের আলবে প্রদেশের পোলাঙ্গুইতে একটি মহাসড়কের পাশে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক খুঁটি। ছবি: ভিসিজি
সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’ (স্থানীয়ভাবে ‘উওয়ান’ নামে পরিচিত) আবারও ফিলিপাইনের উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে দেশটির আবহাওয়া অধিদপ্তর পাগাসা জানিয়েছে, শক্তি হারিয়ে এটি এখন একটি ট্রপিক্যাল স্টর্মে রূপ নিয়েছে।
পাগাসার বরাতে খালিজ টাইমস জানিয়েছে, ঝড়টি বর্তমানে বাতানেস, বাবুয়ান দ্বীপপুঞ্জ ও ইলোকস নর্তে প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। আগামীকালও বাতানেস ও বাবুয়ান অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও এই ঝড় ঘরবাড়ি বা অবকাঠামোর বড় ধরনের ক্ষতি করবে না বলে ধারণা করা হচ্ছে, ধানক্ষেত ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া দপ্তর। স্থানীয় কৃষকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পাগাসা এক বিবৃতিতে জানিয়েছে, “মানুষকে প্রতি ছয় ঘণ্টা পরপর প্রকাশিত আবহাওয়ার সর্বশেষ বুলেটিন শুনতে হবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য চলতে পারবে, তবে বন্যা দেখা দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”
ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ বেশ কিছু উত্তরাঞ্চলীয় জেলায় ইতিমধ্যেই ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তুগুয়েগারাও শহরে অনেক ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। সেখানে মা ও শিশুর একটি ডুবে যাওয়া বাড়ির জানালা থেকে তাকিয়ে থাকার ছবিটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছে।
ফাং-ওয়ং গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে তৈরি হয়ে প্রথমে সুপার টাইফুনে রূপ নেয়। পরে দুর্বল হয়ে সাগর থেকে আবারও ফিলিপাইনের উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলে টাইফুনের ঘনত্ব ও শক্তি দুটোই বাড়ছে।
