সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

শীতের বিশেষ রেসিপি বাঁধাকপির রোল

জীবনযাপন ডেস্ক 

প্রকাশ: ১৫:২১, ৪ ডিসেম্বর ২০২৫

শীতের বিশেষ রেসিপি বাঁধাকপির রোল


শীতের বাজারে এখন নানা সবজির সমাহার। সেই সবজির মধ্যেই বাঁধাকপি অন্যতম সহজলভ্য ও পুষ্টিকর একটি উপাদান। সাধারণ রান্নার বাইরে একটু ভিন্ন স্বাদ চাইলে বাঁধাকপির পাতায় মোড়া চিকেন রোল ট্রাই করতে পারেন। নরম, জুসি এবং হালকা মসলার এই পদ অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তা—সবক্ষেত্রেই মুহূর্তে মন জয় করবে।


যেসব উপকরণ প্রয়োজন

১. বাঁধাকপি – ১টি
২. হাড়ছাড়া মুরগির মাংস – ১ কাপ (ছোট টুকরা)
৩. পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
৪. আদা–রসুন বাটা – ১ চা চামচ
৫. টমেটো কুচি – আধা কাপ
৬. শুকনা মরিচ গুঁড়া – আধা চা চামচ
৭. টকদই – ২ চা চামচ
৮. লেবুর রস – ১ টেবিল চামচ
৯. ধনিয়া পাতা কুচি – ২ টেবিল চামচ
১০. গরম মসলার গুঁড়া – আধা চা চামচ
১১. গোলমরিচ গুঁড়া – আধা চা চামচ
১২. লবণ – স্বাদমতো
১৩. তেল – প্রয়োজনমতো


প্রস্তুত প্রণালি

১. বাঁধাকপির পাতা প্রস্তুত করা

একটি বড় পাত্রে পানি ফুটিয়ে বাঁধাকপির পাতাগুলো ২–৩ মিনিট ভাপিয়ে নরম করে নিন। এরপর পানি ঝরিয়ে আলাদা করে রাখুন, যাতে রোল বানাতে সুবিধা হয়।

২. চিকেনের পুর তৈরি

একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এবার মুরগির মাংস, লবণ, আদা–রসুন বাটা, শুকনা মরিচ, টকদই, লেবুর রস, ধনিয়া পাতা ও গরম মসলার গুঁড়া দিয়ে ভালোভাবে রান্না করুন।
মুরগি সিদ্ধ ও শুকনা ধরনের হলে চুলা বন্ধ করুন।

৩. রোল তৈরি

নরম করা বাঁধাকপির পাতার ওপর বড় এক চামচ চিকেন পুর রাখুন। আলতো করে ভাঁজ করে ছোট রোল বানিয়ে নিন। সব রোল তৈরি হলে আলাদা করে রাখুন।

৪. রোল রান্না করা

আরেকটি সসপ্যানে সামান্য তেল গরম করে পেঁয়াজ ভেজে টমেটো কুচি, লবণ ও গোলমরিচ যোগ করুন। টমেটো নরম হয়ে মিশে গেলে সামান্য সবজির স্টক ঢালুন।
এরপর প্যানে বাঁধাকপির রোলগুলো সাজিয়ে ঢেকে মাঝারি আঁচে ৮–১০ মিনিট রান্না করুন। মাঝে হালকা নেড়েচেড়ে নিন, যাতে রোল সমানভাবে সেদ্ধ হয়।

৫. পরিবেশন

চাইলে শেষে ফ্রাইপ্যানে অল্প তেল ব্রাশ করে রোলগুলো হালকা ভাজতে পারেন। এতে বাড়বে স্বাদ ও রঙের আকর্ষণ।
গরমাগরম পরিবেশন করুন পছন্দের সস, সালাদ, ভাত অথবা রুটির সঙ্গে।


কেন বানাবেন এই রোল?
অল্প উপকরণে দারুণ স্বাদ
তেলে ভাজা নয়, তাই স্বাস্থ্যসম্মত
চিকেন ও সবজির সমন্বয়ে পুষ্টিকর
শিশুসহ সবার পছন্দের স্ন্যাকস

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু