আফগানিস্তানের তাজিকিস্তানে চীনা নাগরিক হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২:২১, ২ ডিসেম্বর ২০২৫
পার্বত্য সীমান্ত এলাকায় আফগানিস্তান দিক থেকে সংঘটিত দুটি হামলায় পাঁচ চীনা কর্মী নিহত হন। ছবি: সংগৃহীত
তাজিকিস্তান সীমান্তে পরপর দু’টি হামলায় পাঁচ চীনা নাগরিক নিহত হওয়ার ঘটনার পর প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন। কাবুল জানিয়েছে—সীমান্ত নিরাপত্তা জোরদার, যৌথ তদন্ত এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিতে তারা প্রস্তুত।
মঙ্গলবার তাজিক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুততাকি এই আশ্বাস দেন। তিনি বলেন, হামলার ঘটনায় আফগানিস্তান দুঃখ প্রকাশ করছে এবং “সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যৌথ ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।”
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া বিবৃতিতে মুততাকির উদ্ধৃতি দিয়ে বলা হয়—“ইসলামিক আমিরাত সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করা, যৌথ তদন্ত পরিচালনা এবং যেকোনো ধরনের সমন্বয়ে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত।”
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যে “বিশ্বাসের পরিবেশ” তৈরি হয়েছে, তা যেন কোনোভাবেই নষ্ট না হয়।
তাজিকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে দেশটির দূরবর্তী পার্বত্য সীমান্ত এলাকায় আফগানিস্তান দিক থেকে সংঘটিত দুটি হামলায় পাঁচ চীনা কর্মী নিহত হন। আহত হন আরও পাঁচজন। হামলাগুলোর একটিতে ড্রোন থেকে গ্রেনেড ফেলা হয়েছিল বলেও জানায় দুশানবে।
চীনা দূতাবাস ঘটনাটি নিশ্চিত করেছে এবং সীমান্ত এলাকা থেকে তাদের নাগরিকদের দ্রুত সরে যেতে পরামর্শ দিয়েছে।
হামলার পর দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রাহমন সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন। পাহাড়ি ও দুর্গম এই সীমান্ত অঞ্চল বহুদিন ধরে নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হিসেবেই বিবেচিত।
১১ মিলিয়ন মানুষের রাশিয়া-ঘনিষ্ঠ দেশ তাজিকিস্তানে বড় বিনিয়োগকারী চীন। সে দেশে চীনা নাগরিকদের বিরুদ্ধে হামলা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
আফগানিস্তানের এই সহযোগিতার ঘোষণা কেবল তাজিকিস্তানের জন্যই নয়—চীনসহ পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় নতুন সমন্বয়ের পথ খুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। দুই দেশের মধ্যে যৌথ তদন্ত শুরু হলে সীমান্ত এলাকায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি নিয়ন্ত্রণে তা বড় ভূমিকা রাখতে পারে। সূত্র: জিওটিভি নিউজ।
