মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

আফগানিস্তানের তাজিকিস্তানে চীনা নাগরিক হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২:২১, ২ ডিসেম্বর ২০২৫

আফগানিস্তানের তাজিকিস্তানে চীনা নাগরিক হত্যা

পার্বত্য সীমান্ত এলাকায় আফগানিস্তান দিক থেকে সংঘটিত দুটি হামলায় পাঁচ চীনা কর্মী নিহত হন। ছবি: সংগৃহীত

তাজিকিস্তান সীমান্তে পরপর দু’টি হামলায় পাঁচ চীনা নাগরিক নিহত হওয়ার ঘটনার পর প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন। কাবুল জানিয়েছে—সীমান্ত নিরাপত্তা জোরদার, যৌথ তদন্ত এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিতে তারা প্রস্তুত।

মঙ্গলবার তাজিক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুততাকি এই আশ্বাস দেন। তিনি বলেন, হামলার ঘটনায় আফগানিস্তান দুঃখ প্রকাশ করছে এবং “সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যৌথ ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।”

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া বিবৃতিতে মুততাকির উদ্ধৃতি দিয়ে বলা হয়—“ইসলামিক আমিরাত সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করা, যৌথ তদন্ত পরিচালনা এবং যেকোনো ধরনের সমন্বয়ে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যে “বিশ্বাসের পরিবেশ” তৈরি হয়েছে, তা যেন কোনোভাবেই নষ্ট না হয়।

তাজিকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে দেশটির দূরবর্তী পার্বত্য সীমান্ত এলাকায় আফগানিস্তান দিক থেকে সংঘটিত দুটি হামলায় পাঁচ চীনা কর্মী নিহত হন। আহত হন আরও পাঁচজন। হামলাগুলোর একটিতে ড্রোন থেকে গ্রেনেড ফেলা হয়েছিল বলেও জানায় দুশানবে।

চীনা দূতাবাস ঘটনাটি নিশ্চিত করেছে এবং সীমান্ত এলাকা থেকে তাদের নাগরিকদের দ্রুত সরে যেতে পরামর্শ দিয়েছে।

হামলার পর দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রাহমন সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন। পাহাড়ি ও দুর্গম এই সীমান্ত অঞ্চল বহুদিন ধরে নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হিসেবেই বিবেচিত।

১১ মিলিয়ন মানুষের রাশিয়া-ঘনিষ্ঠ দেশ তাজিকিস্তানে বড় বিনিয়োগকারী চীন। সে দেশে চীনা নাগরিকদের বিরুদ্ধে হামলা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আফগানিস্তানের এই সহযোগিতার ঘোষণা কেবল তাজিকিস্তানের জন্যই নয়—চীনসহ পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় নতুন সমন্বয়ের পথ খুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। দুই দেশের মধ্যে যৌথ তদন্ত শুরু হলে সীমান্ত এলাকায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি নিয়ন্ত্রণে তা বড় ভূমিকা রাখতে পারে। সূত্র: জিওটিভি নিউজ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

টিকিটবিহীন ২১০০ যাত্রী শনাক্ত, রেলওয়ের অভিযানে আদায় সাড়ে ৪ লাখ টাকা
সৌদিতে প্রথমবার ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু
অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণা: ১ মাসের মধ্যে কর্মপরিকল্পনা
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা
৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি