দুই শতাব্দীর দুই যুদ্ধের পর: চীন–জাপান আবার কি নতুন সংঘাতে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:১৪, ২২ নভেম্বর ২০২৫
গত ২০০ বছরে দুই দফায় যুদ্ধে জড়িয়েছে পূর্ব এশিয়ার দুই প্রভাবশালী শক্তি—চীন ও জাপান। ছবি: সংগৃহীত
গত ২০০ বছরে দুই দফায় যুদ্ধে জড়িয়েছে পূর্ব এশিয়ার দুই প্রভাবশালী শক্তি—চীন ও জাপান। প্রথম যুদ্ধটি হয়েছিল ১৮৯৪ সালে, যা প্রায় এক বছর স্থায়ী ছিল। তখন পশ্চিমা প্রযুক্তির কারণে সামরিক সক্ষমতায় জাপান ছিল চীনের তুলনায় অনেক এগিয়ে।
দ্বিতীয়বার দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধে ১৯৩৭ সালে এবং তা চলে ১৯৪৫ সাল পর্যন্ত—দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরো সময় জুড়ে। তখন দুর্বল অবস্থায় থাকা মহাচীন যুক্ত ছিল মার্কিন নেতৃত্বাধীন মিত্রশক্তির সঙ্গে, বিপরীতে জাপানকে মেনে নিতে হয়েছিল লজ্জাজনক পরাজয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বদলে যাওয়া ভূরাজনৈতিক বাস্তবতায় পাল্টে যায় চীন-জাপানের সম্পর্কও।
তবে দুই শতকে দুটি বৃহৎ সংঘাতের পরও নতুন শতাব্দীর প্রথমার্ধে আবারও কেন ‘যুদ্ধের সম্ভাবনা’ নিয়ে মুখোমুখি হচ্ছে আজকের জাপানের তুলনায় অর্থনৈতিক ও সামরিকভাবে বহু গুণ শক্তিশালী চীন?
১৮ নভেম্বর বিবিসি প্রকাশিত একটি প্রতিবেদনে এই প্রশ্নটি নতুন করে সামনে আসে। প্রতিবেদনের শিরোনাম ছিল—তাইওয়ান নিয়ে চীন ও জাপানের মধ্যে ছড়িয়ে পড়া উত্তেজনা সম্পর্কে যা জানা দরকার।
বিবিসির রিপোর্টে বলা হয়, নভেম্বরের শুরুতে জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ঘোষণা দেন—চীন যদি তাইওয়ান আক্রমণ করে, তাহলে জাপান তার আত্মরক্ষাবাহিনী পাঠিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের এক জ্যেষ্ঠ কূটনীতিক যে বক্তব্য দেন, তা অনেকের কাছে সরাসরি হুমকি হিসেবেই শোনায়।
তাইওয়ানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আঞ্চলিক নিরাপত্তা, ভূরাজনীতি এবং যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতার জটিল সমীকরণ আরও তীব্র হচ্ছে বলেই বিশ্লেষকদের ধারণা।
