ট্রাম্প–শি ফোনালাপ, এপ্রিলেই বেইজিং সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:১৩, ২৫ নভেম্বর ২০২৫
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলোচনার পরই তিনি আগামী বছরের এপ্রিল মাসে চীন সফরের বিষয়ে সম্মতি জানিয়েছেন। পাশাপাশি শি জিনপিংকেও আগামী বছরে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানায়, প্রায় এক মাস আগে দক্ষিণ কোরিয়ায় সরাসরি বৈঠক করেন ট্রাম্প ও শি জিনপিং। এরপর সর্বশেষ এই ফোনালাপে দুই নেতা বাণিজ্য, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন, ফেন্টানিল সংকট, এবং তাইওয়ান ইস্যুসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য স্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন,
“চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ়!”
টেলিফোন আলাপ ও সফর আলোচনা ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্ক নতুন করে কূটনৈতিক উষ্ণতা পেতে পারে।
