আফ্রিকা বাছাইয়ে জাদুটোনার অভিযোগ!
আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে তীব্র নাটকীয়তার ম্যাচে ডিআর কঙ্গোর কাছে পেনাল্টিতে হেরে বিশ্বকাপের স্বপ্ন হারাল নাইজেরিয়া। ম্যাচ শেষে কোচ এরিক শেল অভিযোগ তুলেছেন, পেনাল্টি নেওয়ার সময় কঙ্গোর টেকনিক্যাল জোনে ‘জাদুটোনা’ বা ‘ভুডু’র মতো সন্দেহজনক আচরণ দেখা গেছে। তিনি ফিফা ও সিএএফের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি তুলেছেন।