জাহানারার অভিযোগ তদন্তে কমিটি বিসিবির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:১৭, ৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৩২, ৯ নভেম্বর ২০২৫
ক্রিকেটার জাহানারা আলম / ফাইল ছবি
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ নিয়ে অবশেষে তদন্তে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সত্যতা যাচাই করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিসিবি জানিয়েছিল, অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে। ঘোষণার দুই দিন পরই শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে সেই কমিটি গঠন করেছে বোর্ড।
এই তিন সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে।
কমিটিতে আরও রয়েছেন বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা এবং ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, যিনি বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।
বোর্ড জানিয়েছে, কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। অভিযোগ প্রমাণিত হলে, অভিযুক্তের বিরুদ্ধে বিসিবির শৃঙ্খলাবিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা আলম অভিযোগ করেন, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম তাকে “অনৈতিক প্রস্তাব” দেন এবং বারবার যৌন হয়রানি করেন।
তিনি আরও বলেন, “শেষ চার বছরে বারবার বিসিবির শীর্ষ পর্যায়ে অভিযোগ করেছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
জাহানারার অভিযোগে উঠে আসে আরও কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার নাম, যারা তার ক্রিকেট ক্যারিয়ার নষ্টের ষড়যন্ত্র করেছিলেন বলেও তিনি দাবি করেন।
বিসিবির নারী ক্রিকেট উইংয়ের এক কর্মকর্তা সমাজকালকে বলেন, “বোর্ড বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রমাণ মিললে কাউকে ছাড় দেওয়া হবে না।”
