সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

চট্টগ্রামের ফটিকছড়িতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২:০৮, ১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২২:৪৮, ১ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

ফটিকছড়িতে ঝটিকা মিছিলের পর আ.লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সমাজকাল

চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। রবিবার (৩০ নভেম্বর) রাতের এ মশাল মিছিলের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের (নিষিদ্ধ) দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত ১০টার দিকে উপজেলার নানুপুর এলাকায় মশাল মিছিলটি বের হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

ওই ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া কয়েকজন ব্যক্তির হাতে ব্যানার ও মশাল; কারও মুখে মুখোশ, কেউ কেউ ছিলেন হেলমেট পরিহিত। মিছিলের নেতৃত্বে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জাহিদ, তার মুখ খোলা ছিল।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিএনপি ও জামায়াত ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য পোস্ট করে প্রতিক্রিয়া জানান।

এদিকে ভিডিওটি প্রকাশের পরপরই ফটিকছড়ি থানা পুলিশের তৎপরতা বাড়ে। রাতেই অভিযান চালিয়ে নানুপুর সৈয়দ পাড়ার এরশাদুল আলম ও ঢালকাটা এলাকার রহমত হোসাইন হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।

থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মাজহার সমাজকালকে বলেন, “সরকার পতনের পর এলাকায় সংগঠিত কিছু গোষ্ঠী ঝটিকা মিছিলসহ বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছিল। নিয়মিত মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের মামলাসহ কয়েকটি রাজনৈতিক মামলার আসামি হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, “ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হচ্ছে। গ্রেপ্তার দুজনকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

১ ডিসেম্বর ১৯৭১: কালীগঞ্জ গণহত্যায় শহীদ হন ১৩৬ নিরীহ মানুষ
‘দেশ স্বাধীন করলেও চৌকিদারের কাছেও দাম পাই না’
বিকেএসপির প্রথম থিম সং, ‘এসো স্বদেশের পতাকা উড়াই’
স্বর্ণের দাম আরও বাড়ল, ভরি কত
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আরেকটি মামলা
ইসি চাইলে ভোটার হতে পারবেন তারেক রহমান
জোটে দলীয় প্রতীকে নির্বাচন কেন অবৈধ নয়: হাইকোর্ট
অধ্যাদেশ জারির একদিনের মধ্যে সচিব পেল সুপ্রিম কোর্ট সচিবালয়
আগামীকাল এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা
এখনকার সংস্কার নির্বাচিত সরকারের হজম করা কঠিন: ওয়াহিদউদ্দিন
‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক: পরিবেশ উপদেষ্টা
চকবাজার ও মোহাম্মদপুরের ভবনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নির্বাচন পেছাতে দেওয়া হবে না: পীর সাহেব চরমোনাই
একটি দল প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে: জামায়াত আমির
লিবিয়ায় বন্দী ১৭৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো সরকার
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন
ডেঙ্গুতে নভেম্বরে বছরের সর্বোচ্চ মৃত্যু ১০৪
চকবাজারের আবাসিক ভবনে আগুন
হেলথ অ্যান্ড হোপে ডে–কেয়ার সেন্টার শুরু
তৃতীয় দিনের মতো শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীরা: বন্ধ টিকাদন কর্মসূচি