পার্বত্য শান্তি চুক্তি বাতিল বা সংবিধানের আলোকে সংশোধনের দাবি পিসিএনপির
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২২:৫০, ১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২২:৫৮, ১ ডিসেম্বর ২০২৫
পার্বত্য শান্তি চুক্তি বাতিল বা সংবিধানের আলোকে সংশোধনের দাবি পিসিএনপির। ছবি: সমাজকাল
অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম নিয়ে সম্পাদিত শান্তি চুক্তি বাতিল কিংবা সংবিধানের আলোকে সংশোধনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ( পিসিএনপি)।
আজ সোমবার রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় পিসিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপরোক্ত দাবি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের আমলে জনসংহতি সমিতির সাথে করা ওই পার্বত্য শান্তি চুক্তি দেশের মূল সংবিধানের সাথে " সাংঘর্ষিক ও বৈষম্যমূলক "। এতে, শান্তি চুক্তি বাতিলসহ ৪ দফা দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান মো: মজিবুর রহমান বলেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরের ২৮ বছর পেরিয়ে গেলেও পার্বত্য অঞ্চলে কাঙ্ক্ষিত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসেনি। উল্টো পাহাড়ের পরিস্থিতি ক্রমশ: জটিল ও নিরাপত্তাহীনতা বেড়েছে।
তিনি তাঁর লিখিত বক্তব্যে পার্বত্য শান্তি চুক্তির কিছু ধারা, উপ-ধারা তুলে ধরেন এবং বলেন, এগুলো রাষ্ট্রের অখন্ডতা ও জনগণের সম-অধিকারের স্বার্থে বাতিল কিংবা সংবিধানের আলোকে সংশোধনের দাবি জানাচ্ছি।
এছাড়া, সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল নাগরিকদের সম-অধিকার নিশ্চিত করা, পাহাড়ে সক্রিয় বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান জোরদার ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে ইতোপূর্বে প্রত্যাহার করে নেওয়া সকল নিরাপত্তা ক্যাম্প পুন:স্থাপনেরও জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবু তাহের, রাঙামাটি জেলা সভাপতি মো: সোলায়মান, সহ সভাপতি মাওলানা আবু বক্কর, খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসাইন, প্রমুখ।
