শিক্ষক নিয়োগে মেধার দাবিতে ৩৬ ঘণ্টার হরতাল
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ‘কোটা নয়, মেধাকে প্রাধান্য’—এই দাবিতে জেলাজুড়ে চলছে ৩৬ ঘণ্টার হরতাল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুরু হওয়া হরতাল চলবে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত। দ্বিতীয় দিনের সকাল থেকেই হরতালের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে জেলার সর্বত্র।