বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

কাপ্তাই হ্রদে নৌকাডুবি

সেনাবাহিনীর প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:১৮, ২ অক্টোবর ২০২৫

সেনাবাহিনীর প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান

ছবি : আইএসপিআর

রাঙামাটির লংগদু ও নানিয়ারচর এলাকায় টানা বৃষ্টির সঙ্গে আকস্মিক ঝড়ো হাওয়ায় ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। গত ৩০ সেপ্টেম্বর রাতের এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন প্রাণ হারান, তবে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
আজ বৃহস্পতিবার আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যাওয়ার খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে তারা উদ্ধার অভিযান শুরু করে। ওই রাতেই সেনারা দুইজনকে জীবিত ও একটি শিশুর মৃতদেহ উদ্ধার করেন। পরদিন (০১ অক্টোবর) সকালে আরও দুইজনের মৃতদেহ উদ্ধার হয়।
একই রাতে নানিয়ারচরের মহাজনপাড়ায় ছয়জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যায়। এর মধ্যে চারজন সাঁতরে তীরে উঠলেও দুই যুবক — ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা — নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও এখনো তাদের সন্ধান মেলেনি। নিখোঁজদের খুঁজে বের করতে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে অভিযান চালাচ্ছে।

উদ্ধার অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনও নিরলস ভূমিকা পালন করেছে। দুর্ঘটনার পরপরই তাদের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে দ্রুত ও কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা সম্ভব হয়। সেনাবাহিনী জানায়, দেশের নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু