সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৬ অগ্রাহায়ণ ১৪৩২

কাপ্তাই হ্রদে নৌকাডুবি

সেনাবাহিনীর প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:১৮, ২ অক্টোবর ২০২৫

সেনাবাহিনীর প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান

ছবি : আইএসপিআর

রাঙামাটির লংগদু ও নানিয়ারচর এলাকায় টানা বৃষ্টির সঙ্গে আকস্মিক ঝড়ো হাওয়ায় ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। গত ৩০ সেপ্টেম্বর রাতের এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন প্রাণ হারান, তবে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
আজ বৃহস্পতিবার আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যাওয়ার খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে তারা উদ্ধার অভিযান শুরু করে। ওই রাতেই সেনারা দুইজনকে জীবিত ও একটি শিশুর মৃতদেহ উদ্ধার করেন। পরদিন (০১ অক্টোবর) সকালে আরও দুইজনের মৃতদেহ উদ্ধার হয়।
একই রাতে নানিয়ারচরের মহাজনপাড়ায় ছয়জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যায়। এর মধ্যে চারজন সাঁতরে তীরে উঠলেও দুই যুবক — ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা — নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও এখনো তাদের সন্ধান মেলেনি। নিখোঁজদের খুঁজে বের করতে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে অভিযান চালাচ্ছে।

উদ্ধার অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনও নিরলস ভূমিকা পালন করেছে। দুর্ঘটনার পরপরই তাদের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে দ্রুত ও কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা সম্ভব হয়। সেনাবাহিনী জানায়, দেশের নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে
কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই: উপদেষ্টা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,
সচিবালয়ের আগুন নিভেছে
ফিরতে চাইলে তারেক রহমানকে ওয়ান-টাইম পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২
১ ডিসেম্বর থেকে রাত্রে থাকা যাবে সেন্টমার্টিনে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়ার শুভেচ্ছা–বার্তা