মহাসড়কে বসছে ১৪০০ আধুনিক ক্যামেরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৩৯, ১ ডিসেম্বর ২০২৫
গোলটেবিল বৈঠকে হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত
দেশের প্রধান মহাসড়কগুলোতে নজরদারি জোরদার করতে হাইওয়ে পুলিশ ১৪০০ আধুনিক ক্যামেরা স্থাপন করছে। এসব ক্যামেরার মাধ্যমে রিয়েল–টাইমে সড়কের অনিয়ম শনাক্ত হবে এবং ওভারস্পিডসহ যেকোনো ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা স্বয়ংক্রিয়ভাবে গাড়ির মালিকের মোবাইলে পাঠানো হবে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় হার্ট ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল বৈঠকে সোমবার (১ ডিসেম্বর) এ তথ্য জানান হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান।
তিনি বলেন, কয়েক মাসের মধ্যে পুরো জরিমানা প্রক্রিয়া ডিজিটাল হয়ে যাবে। ক্যামেরা কোনো অপরাধ শনাক্ত করলে সেই তথ্য মালিকের নিবন্ধিত মোবাইল নম্বরে তাৎক্ষণিকভাবে পৌঁছে যাবে। কোথায়, কী কারণে কত জরিমানা হলো—সব বিস্তারিত বার্তা আকারে জানানো হবে। জরিমানা নির্দিষ্ট ব্যাংকে অনলাইনে পরিশোধ করতে হবে।
ডিআইজি হাবিবুর রহমান জানান, বর্তমানে প্রায় ১৪০০ ক্যামেরা সক্রিয় রয়েছে, যা “হাইওয়ের প্রায় প্রতি ইঞ্চি কভার করছে”। নতুন ক্যামেরাগুলো শুধু গতি মাপাই নয়, বরং মুভমেন্ট অ্যানালাইসিস, ক্রাউড ডিটেকশন এবং সন্দেহজনক আচরণও শনাক্ত করতে সক্ষম।
তিনি আরও বলেন, ক্যামেরার ভিডিও ফুটেজ ও টাইম–স্ট্যাম্পড ডেটা আদালতে ডিজিটাল এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হবে। এতে আইন প্রয়োগ ও বিচারিক প্রক্রিয়া আরও সহজ হবে এবং পুলিশি ‘হাতে ফাইন দেওয়ার’ পুরোনো পদ্ধতি বন্ধ হয়ে যাবে।
