সাংবাদিকের পরিবারকে নিয়ে আপত্তিকর পোস্ট; থানায় জিডি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২২:৪১, ১ ডিসেম্বর ২০২৫
সাংবাদিকের পরিবারকে নিয়ে আপত্তিকর পোস্ট; থানায় জিডি। ছবি: সমাজকাল
ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক শাওন আমিন ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ, মিথ্যা ও মানহানিকর মন্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছে মিজানুর রহমান মিজান-এর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
সোমবার বিকালে সাংবাদিক আজিজুল সরকার বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় জিডি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।
জিডিতে বলা হয়েছে, মিজান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিক শাওন আমিন, তার মৃত পিতা-মাতা, স্ত্রী এবং কন্যাকে নিয়ে অশ্লীল, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট করেন। এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
জিডির বাদী আজিজুল সরকার বলেন,“শাওন আমিন একজন প্রতিষ্ঠিত সাংবাদিক। তাকে উদ্দেশ্য করে এবং তার পরিবারের বিরুদ্ধে এমন অপপ্রচার শুধু নিন্দনীয় নয়, এটি মানহানিকর অপরাধ। ব্যক্তিগতভাবে বিচার চাইতেই থানায় জিডি করেছি। আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী ন্যায়সঙ্গত ব্যবস্থা নেবে।”
অভিযোগের শিকার সাংবাদিক শাওন আমিন বলেন,“মিজান সমন্বয়ক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অসহায় মানুষদের জিম্মি করে টাকা আদায় করছিল। এ বিষয়ে সংবাদ প্রকাশ হওয়ায় সে প্রতিশোধ নিতে আমার পরিবারকে জড়িয়ে অপপ্রচার শুরু করেছে। আমি চাই তাকে দ্রুত গ্রেফতার করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হোক।”
ওসি সরোয়ার আলম খান জানান,“ঘটনার বিষয়ে আমরা জিডি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
