সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

সিলেটে মার্কিন দূতাবাস কর্মকর্তার সঙ্গে জামায়াতের বৈঠক

সিলেট ব্যুরো

প্রকাশ: ২১:১৪, ১ ডিসেম্বর ২০২৫

সিলেটে মার্কিন দূতাবাস কর্মকর্তার সঙ্গে জামায়াতের বৈঠক

বৈঠকে মার্কিন দূতাবাস কর্মকর্তা জেমস এ স্টুয়ার্ট ও জামায়াত নেতারা। ছবি: সমাজকাল

সিলেট জেলা ও মহানগর জামায়াতের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ স্টুয়ার্ট। বৈঠকে তার সঙ্গে ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মো. ইকবাল মাহমুদ। 

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ মার্কেটস্থ মহানগর জামায়াত কার্যালয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। 

জামায়াতের প্রচার বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মতবিনিময়কালে মার্কিন প্রতিনিধি আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের প্রস্তুতি, তাদের রাজনৈতিক অবস্থান এবং ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় দলটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চান। এর জবাবে সিলেটের নেতারা জামায়াতের রাজনৈতিক অবস্থান, সংগঠনের অগ্রাধিকারমূলক কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতি তুলে ধরেন। 

পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতামত জানান জামায়াতের নেতারা।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে দলটির ভূমিকা ও পরবর্তী পরিকল্পনাও তুলে ধরেন জামায়াতের নেতারা। তারা জানান, ক্ষমতায় গেলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন, মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং প্রশাসনে কাঠামোগত সংস্কারে ‘ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা’ গড়তে চায় দলটি।

এছাড়া অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিতে মার্কিন সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানায় জামায়াত।

বৈঠকে অংশ নেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের আমির সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি ও সিলেট-৪ আসনের প্রার্থী জয়নাল আবেদীন, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা ও সহকারী সেক্রেটারি ডা. আঙ্গুরা বেগম এবং মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি ফৌজিয়া রহমান শিউলি ও সহকারী সেক্রেটারি সাহিম খানম হেপি। 

বৈঠক শেষে মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা জামায়াতের রাজনৈতিক কার্যক্রম, মানবিক সহায়তা এবং রাষ্ট্র সংস্কারের নানামুখী প্রস্তাবনা তুলে ধরেছি। ক্ষমতায় গেলে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে আমাদের পরিকল্পনা ও নির্বাচনী প্রস্তুতি সম্পর্কেও বিস্তারিত জানিয়েছি। এছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মার্কিন সমর্থন অব্যাহত রাখার অনুরোধ করেছি’।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘দেশ স্বাধীন করলেও চৌকিদারের কাছেও দাম পাই না’
বিকেএসপির প্রথম থিম সং, ‘এসো স্বদেশের পতাকা উড়াই’
স্বর্ণের দাম আরও বাড়ল, ভরি কত
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আরেকটি মামলা
ইসি চাইলে ভোটার হতে পারবেন তারেক রহমান
জোটে দলীয় প্রতীকে নির্বাচন কেন অবৈধ নয়: হাইকোর্ট
অধ্যাদেশ জারির একদিনের মধ্যে সচিব পেল সুপ্রিম কোর্ট সচিবালয়
আগামীকাল এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা
এখনকার সংস্কার নির্বাচিত সরকারের হজম করা কঠিন: ওয়াহিদউদ্দিন
‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক: পরিবেশ উপদেষ্টা
চকবাজার ও মোহাম্মদপুরের ভবনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নির্বাচন পেছাতে দেওয়া হবে না: পীর সাহেব চরমোনাই
একটি দল প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে: জামায়াত আমির
লিবিয়ায় বন্দী ১৭৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো সরকার
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন
ডেঙ্গুতে নভেম্বরে বছরের সর্বোচ্চ মৃত্যু ১০৪
চকবাজারের আবাসিক ভবনে আগুন
হেলথ অ্যান্ড হোপে ডে–কেয়ার সেন্টার শুরু
তৃতীয় দিনের মতো শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীরা: বন্ধ টিকাদন কর্মসূচি
আচরণবিধি লঙ্ঘনে ‘তাৎক্ষণিক প্রার্থিতা বাতিলের’ হুঁশিয়ারি ইসির