সিলেটে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২০:৫৬, ২৮ নভেম্বর ২০২৫
সিলেটে কিশোর গ্যাংয়ের বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাহ মাহমুদ হাসান তপু (১৫) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে / ফাইল ছবি
সিলেটে কিশোর গ্যাংয়ের বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাহ মাহমুদ হাসান তপু (১৫) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তপু নগরের বাদামবাগিচা ইলাশকান্দি উদয়ন আবাসিক এলাকার ৪০/২ নম্বর বাসার শাহ এনামুল হকের ছেলে এবং খাসদবির উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গভীর রাতে তপুকে বাসা থেকে ডেকে নেয় কিশোর গ্যাংয়ের সদস্য জাহিদ। পরে কথাকাটাকাটির একপর্যায়ে ১৫–১৬ জনের একটি দল তপুর ওপর চড়াও হয়। ধস্তাধস্তির সময় তপু মাটিতে পড়ে গেলে জাহিদ তার পেটে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের পুরোনো বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। তপু ও জাহিদ দুজনই কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল। ঘটনায় সরাসরি জড়িত জাহিদ হাসানকে এবং তার সহযোগী লোহারপাড়ার অনিক মিয়া ও জুনেদ আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত তপুর বড় ভাই রুবেল আহমদ অভিযোগ করেন, গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তপুকে হত্যা করা হয়েছে। তবে তিনি সুনির্দিষ্ট বিরোধের কারণ জানাতে পারেননি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
