শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

সিলেটে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২০:৫৬, ২৮ নভেম্বর ২০২৫

সিলেটে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

সিলেটে কিশোর গ্যাংয়ের বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাহ মাহমুদ হাসান তপু (১৫) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে / ফাইল ছবি

সিলেটে কিশোর গ্যাংয়ের বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাহ মাহমুদ হাসান তপু (১৫) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তপু নগরের বাদামবাগিচা ইলাশকান্দি উদয়ন আবাসিক এলাকার ৪০/২ নম্বর বাসার শাহ এনামুল হকের ছেলে এবং খাসদবির উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গভীর রাতে তপুকে বাসা থেকে ডেকে নেয় কিশোর গ্যাংয়ের সদস্য জাহিদ। পরে কথাকাটাকাটির একপর্যায়ে ১৫–১৬ জনের একটি দল তপুর ওপর চড়াও হয়। ধস্তাধস্তির সময় তপু মাটিতে পড়ে গেলে জাহিদ তার পেটে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের পুরোনো বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। তপু ও জাহিদ দুজনই কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল। ঘটনায় সরাসরি জড়িত জাহিদ হাসানকে এবং তার সহযোগী লোহারপাড়ার অনিক মিয়া ও জুনেদ আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত তপুর বড় ভাই রুবেল আহমদ অভিযোগ করেন, গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তপুকে হত্যা করা হয়েছে। তবে তিনি সুনির্দিষ্ট বিরোধের কারণ জানাতে পারেননি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে