খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামে যুবদলের দোয়া মাহফিল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭:০২, ১ ডিসেম্বর ২০২৫
তেঙ্গার মদিনাতুল উলামা ও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করে থানা যুবদল। ছবি: সমাজকাল
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘজীবন কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন থানা যুবদল।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পতেঙ্গার মদিনাতুল উলামা ও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করে থানা যুবদল।
এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন। আরও ছিলেন মহানগর যুবদলের সাবেক সম্পাদক মোহাম্মদ ইকবাল, সহ সম্পাদক ইয়াছিন আজাদ, যুবদল নেতা মঞ্জুর আলম, আলমগীর হোসেন জুয়েল, মোহাম্মদ ইকবাল হোসেন, মো. শাহজাহান, মাসুদ রানা, জিলহাস শাকিল, শফিউল আলম, আব্দুল মান্নান তুহিন, মামুনুর রশিদ, নয়ন উদ্দিন, মো. রনি ও মো.জাবেদ।
রোববার (৩০ নভেম্বর) নাসিমন ভবনের সামনে মহানগর যুবদলের দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় দোয়া ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন নাসিমন ভবনের জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা এহছানুল হক।
এতে ছিলেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর ও মোহাম্মদ আলী সাকি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম ও মো. হুমায়ূন কবির।
বক্তারা বলেন, নীতি-আদর্শ, মানবিকতা ও গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক খালেদা জিয়া। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি আজীবন সাহস ও সততার আলোকবর্তিকা হয়ে ছিলেন। তার সুস্থতা জাতির সামগ্রিক কল্যাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজ তিনি গুরুতর অসুস্থ। তাই দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন’।
আল্লাহর রহমতে তিনি আবারো সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
