ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪১, ১ ডিসেম্বর ২০২৫
সড়কে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী। ছবি: সমাজকাল
সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষিকা সাবিনা খাতুন (৪২) নিহতের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরের বলদিপাড়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী। দুর্ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা-মোহনপুর সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধেরও দাবি জানিয়েছেন তারা।
গাড়াদহ বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা অটোভ্যানে বিদ্যালয়ে যাওয়ার পথে সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মাটিবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন। গাড়াদহ বকুলতলা আনসার মোড়ের এ দুর্ঘটনায় আহত হন সাবিনার আট বছরের শিশু সন্তান ও ভ্যানচালকসহ তিনজন।
দুর্ঘটনার খবর পেয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল বের করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন অভিভাবক ও এলাকার লোকজন। বেলা ১২টার দিকে বলদিপাড়ায় বকুলতলা-মোহনপুর সড়কে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করতে থাকেন তারা। অবরোধকালে বক্তব্য দেন সহকারী শিক্ষক ফেরদৌস আলম, মীর মোবারক হোসেন, ছাত্র প্রতিনিধি সুমন, হানিফ প্রমুখ।
এ সময় সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে আধাঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। পরে দুপুর দুইটা থেকে সব শ্রেণির শিক্ষার্থীরা একযোগে পরীক্ষায় অংশ নেয়।
শিক্ষার্থীরা জানায়, এ সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচলে গত তিনদিনেই তাদের শিক্ষিকাসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। ফলে তারা বাধ্য হয়েই শিক্ষিকা হত্যার প্রতিবাদ ও এসব বেপরোয়া গতির অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছিল।
ওসি জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলেছি। তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিয়ে ক্লাসে ফিরে যায়। ফলে সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে’।
নিহত স্কুল শিক্ষিকা সাবিনা খাতুন উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের আছলগাতি গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী ও শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের সোলায়মান সরকারের মেয়ে। তিনি দুই সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আট বছরের সন্তানকে নিয়ে গাড়াদহ উল্লাপাড়া থেকে বাসে বকুলতলা বাসস্ট্যান্ডে নামেন সাবিনা। এরপর অটোভ্যানে বলদিপাড়ায় তার স্কুলে যাচ্ছিলেন। বকুলতলা আনসার মোড়ে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা মাটিবাহী ট্রাকটি অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে পাকা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই শিক্ষিকা। এ সময় মাটিবাহী ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যান।
খবর পেয়ে হতাহতদের উদ্ধার ও ট্রাকটি জব্দ করে পুলিশ। আহত তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, স্বজনদের অভিযোগে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
