শতাধিক প্রার্থীর নাম ঘোষণা এবি পার্টির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০৫, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:২৫, ১৭ অক্টোবর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট ইন্স্যুরেন্স টাওয়ারের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ তালিকা প্রকাশ করেন।
দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমুল হক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুলসহ কেন্দ্রীয় নেতারা।
মজিবুর রহমান মঞ্জু বলেন, `নতুন দল হিসেবে এবারের নির্বাচন এবি পার্টির নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করছে। আমরা আজ শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করছি। তবে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে এখনো সংশয় রয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের মতভেদের কারণে অন্তর্বর্তী সরকারকে আরও দৃঢ় ভূমিকা নিতে হবে।‘
তিনি সতর্ক করে বলেন, `সরকার দৃঢ় না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে পড়বে। কারও জেদ ও হটকারিতায় গণতন্ত্রের পথ বিপন্ন হলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। পলাতক ফ্যাসিবাদীর পাশে তাদের নাম লেখা থাকবে।‘
জোট রাজনীতি প্রসঙ্গে এবি পার্টি চেয়ারম্যান বলেন, `আমরা সর্বাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি একটি মধ্যপন্থী জোট গঠনের প্রক্রিয়াও চলছে। এটি শুধু নির্বাচনের জন্য নয়, বরং জুলাই সনদের ঐক্য ও অঙ্গীকার রক্ষার লক্ষ্যেই গঠিত হবে।‘
দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, `এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু কেউ কেউ এটিকে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের সরকার বলে হেয় করার চেষ্টা করছে। মুসলিম লীগ ও আওয়ামী লীগ— দুই দলই একসময়ে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, কিন্তু রাজনৈতিক ভুলের কারণে ইতিহাসের ভিলেনে পরিণত হয়েছে। বাস্তবতা অনুধাবন করতে না পারলে আমাদের কারও পরিণতিও তেমনই হতে পারে।‘
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) অ্যাডভোকেট আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সাঈদ নোমান, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) অ্যাডভোকেট সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সাংগঠনিক সম্পাদক (খুলনা) অধ্যক্ষ মো. ইয়ামিনুর রহমান, যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, কৃষি বিষয়ক সম্পাদক আখতার হোসেন, নারী উন্নয়ন সম্পাদক ফারাহ নাজ সাত্তারসহ দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা।