হেনলি সূচকে শীর্ষ ১০ থেকে বাদ যুক্তরাষ্ট্র
১২তম স্থানে নামল মার্কিন পাসপোর্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৫৫, ১৫ অক্টোবর ২০২৫

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকের সর্বশেষ (৭ অক্টোবর) হালনাগাদে দেখা গেছে—দেশটি প্রথমবারের মতো শীর্ষ ১০ থেকে ছিটকে গিয়ে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে ১২তম স্থানে অবস্থান করছে।
প্রতিষ্ঠানটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ছিল সূচকে প্রথম স্থানে, ২০১৫ সালে দ্বিতীয়, গত বছর সপ্তম—আর এখন নেমে এসেছে দ্বাদশ স্থানে। বর্তমানে মার্কিন নাগরিকরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৮০টিতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
হেনলি অ্যান্ড পার্টনার্স জানায়, এই সূচক প্রস্তুত করা হয় আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-এর তথ্যের ভিত্তিতে। কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধায় কতটি দেশে প্রবেশ করা যায়, তার ওপর নির্ভর করেই দেশগুলোর র্যাঙ্ক নির্ধারণ করা হয়।
এ ক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অবস্থান নিচে নেমে যাওয়ার পেছনে রয়েছে একাধিক দেশের প্রবেশনীতির পরিবর্তন।
গত এপ্রিলে ব্রাজিলে ভিসামুক্ত প্রবেশাধিকার হারায় যুক্তরাষ্ট্র।চীন, পাপুয়া নিউগিনি, মিয়ানমার এবং সোমালিয়া নতুন ভিসা নীতিতে যুক্তরাষ্ট্রকে তালিকার বাইরে রেখেছে।ভিয়েতনামও সম্প্রতি মার্কিন নাগরিকদের ভিসামুক্ত তালিকা থেকে বাদ দিয়েছে।
এই পরিবর্তনগুলোই যুক্তরাষ্ট্রকে শীর্ষ ১০ থেকে সরিয়ে দিয়েছে বলে উল্লেখ করেছে হেনলি অ্যান্ড পার্টনার্স।
একই সূচকে যুক্তরাজ্যেরও অবনমন ঘটেছে। ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছিল লন্ডনের নাগরিকদের হাতে। গত জুলাইয়ে দেশটি ষষ্ঠ স্থানে নেমেছিল; সর্বশেষ তালিকায় তা আরও পিছিয়ে অষ্টম স্থানে গেছে।